3:24 pm , July 6, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ সরকারি বরিশাল কলেজে অনুষ্ঠিত অনার্স পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটকের ঘটনায় দায়ের করা মামলায় বিএম কলেজের মাষ্টার্সের ছাত্র তামিম হাসানকে অভিযুক্ত করে চার্জশীট জমা দিয়েছে পুলিশ। সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই আশুতোষ সরকার এ চার্জশীট জমা দেন। অভিযুক্ত তামিম হাসান কলাপাড়ার সবুজবাগ এলাকার ওসমান গণির ছেলে। এছাড়া তামিম বিএম কলেজের ইতিহাস বিভাগের মাষ্টার্সের ছাত্র। আদালত সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালে সরকারি বরিশাল কলেজে অনুষ্ঠিত অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় কেন্দ্রের পরীক্ষা গ্রহণ কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেন ওই কলেজের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক প্রবীর মজুমদার। ২০১৯ সালের ৯ মে ইউরোপের ইতিহাস বিষয়ে পরীক্ষার উত্তরপত্র ও প্রশ্নপত্র বিতরন করেন হল ইনচার্জ হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আলমগীর হোসেন। পরবর্তীতে কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীদের প্রবেশপত্র, রেজিঃ কার্ড ইত্যাদি পরীক্ষা করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক লতিফা আক্তার। এসময় তিনি দেখতে পান বিএম কলেজের পরাক্ষীর্থী মোহাম্মদ হোসেনের পরিবর্তে একই কলেজের মাষ্টার্সের ছাত্র তামিম হাসান অপরের চরিত্র গ্রহণ করে সরকারি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে। তিনি তাৎক্ষনিক বিষয়টি কেন্দ্র প্রধানসহ অন্যান্য শিক্ষকদের জানান। পরে কেন্দ্র প্রধান সহযোগী অধ্যাপক প্রবীর মজুমদারসহ অন্যান্য শিক্ষকরা তামিম হাসানকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে একজন ভুয়া পরীক্ষার্থী বলে স্বীকার করেন। এছাড়া তামিম হাসান আরো জানান, সে প্রকৃত পরীক্ষার্থী ও অজ্ঞাতনামা আরো ২/৩ জনের সহায়তায় প্রবেশপ্রত্র ও রেজিষ্ট্রেশন কার্ডের ছবি পরিবর্তন করে তার নিজের ছবি স্থাপন করে প্রক্সি পরীক্ষা দিতে আসে। পরে কলেজ অধ্যক্ষকে বিষয়টি জানালে তিনি ভুয়া প্রবেশপত্র ও রেজিঃ কার্ড আটক করেন। এছাড়া পরীক্ষার্থীকে বহিস্কার ও ভুয়া পরীক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করেন। একই সাথে সহযোগী অধ্যাপক প্রবীর মজুমদার কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত শেষে তামিম হাসানের বিরুদ্ধে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষার (অপরাধ) ৪২নং আইনের ৩ ধারার অপরাধের প্রাথমিক সত্যতা পেয়ে গত ২ মে মামলা চার্জশীট জমা দেন।