কাঁঠালিয়ায় আগ্নেয়াস্ত্র ও ইয়াবা সহ সন্ত্রাসী আটক কাঁঠালিয়ায় আগ্নেয়াস্ত্র ও ইয়াবা সহ সন্ত্রাসী আটক - ajkerparibartan.com
কাঁঠালিয়ায় আগ্নেয়াস্ত্র ও ইয়াবা সহ সন্ত্রাসী আটক

3:03 pm , July 5, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির কাঁঠালিয়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা ট্যাবলেট সহ মো. তানজিল হাসান ওরফে জনি পঞ্চায়েত নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৮।
জনি পঞ্চায়েত কাঠালিয়া থানাধীন দক্ষিণ আউরা গ্রামের পঞ্চায়েত বাড়ির মো. জাকির হোসেন মজনু পঞ্চায়েতের ছেলে। তার কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ১টি রিভলবার, ৩ রাউন্ড কার্তুজ ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (০৫ জুলাই) দুপুরে র‌্যাব-৮ সদর দপ্তর থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০৪ জুলাই) রাতে বরিশাল র‌্যাব-৮ সিপিএসসি’র এশটি বিশেষ অভিযানিক দল পঞ্চায়েত বাড়িতে অভিযান পরিচালনা করেন।
এসময় জনি পঞ্চায়েতকে আটক ও পরে তার দেয়া তথ্য অনুযায়ী শয়ন কক্ষে তল্লাশী করে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।
এই ঘটনায় বৃহস্পতিবার রাতে কাঠালিয়া থানায় র‌্যাব-৮ এর ডিএডি মো. গায়দুর রহমান বাদী হয়ে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে এশটি মামলা দায়ের করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT