মুলাদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু, মুমুর্ষ আরো দুই শিশু মুলাদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু, মুমুর্ষ আরো দুই শিশু - ajkerparibartan.com
মুলাদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু, মুমুর্ষ আরো দুই শিশু

2:57 pm , July 5, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ মুলাদীতে খেলার ছলে পুকুরের পানিতে ডুবে মারা গেছে এক শিশু কন্যা। এছাড়াও ওই শিশু কন্যার চাচাতো আপন দুই ভাই মুমুর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে মুলাদী উপজেলার রামারপোল এলাকায়। মারা যাওয়া শিশু কন্যা হলো- মাইদা (৫)। সে রামারপোল এলাকার বাসিন্দা ও এবিআর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বশির ভুইয়ার কন্যা। অসুস্থ অবস্থায় শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চাচাতো দুইভাই হলো- রওজা (৪) ও রাজিম (৩)। এ দুই ভাই একই এলাকার বাসিন্দা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য রাজিব হোসেন ভুইয়া রাজুর ছেলে।
আওয়ামী লীগের রাজু জানান, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে এসেছেন। তাই তিনিসহ বাড়ীর সিংহভাগ মানুষ নদীর তীরে যায়। তখন বাড়ির সামনে পুকুর পাড়ে খেলতে যায় ওই তিনজনসহ চার শিশু। খেলার ছলে এক শিশু পুকুরে পড়ে। তখন অন্যরা তাকে উদ্ধার করতে গিয়ে আরো দুই জন পুকুরে পড়ে। এ সময় রওজার জমজ অপর ভাই চিৎকার দেয়। বাড়ীতে থাকা মাইদার মা গিয়ে রওজাকে ভাসমান অবস্থায় ও মাইদা এবং রাজিমকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে। পরে তিনজনকে উদ্ধার করে প্রথমে আশুকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানের চিকিৎসকরা মাইদাকে মৃত ঘোষনা করে। এছাড়াও রওজা ও রাজিমকে শেবাচিম হাসপাতালে পাঠিয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT