কুপিয়ে জখমের মামলায় চারজনের কারাদন্ড কুপিয়ে জখমের মামলায় চারজনের কারাদন্ড - ajkerparibartan.com
কুপিয়ে জখমের মামলায় চারজনের কারাদন্ড

3:05 pm , July 4, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ জমি নিয়ে বিরোধের জের ধরে কুপিয়ে জখম করার অভিযোগে করা মামলায় ৪ জনকে পৃথক মেয়াদে কারাদন্ড দিয়েছে আদালত। এর মধ্যে প্রফুল্ল সরকার ও সবুজ সরকারকে দেড় বছর ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস এবং সুনীল সরকার ও শচীন সরকারকে ১ বছর ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের দন্ড দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ দন্ড দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সানা মো. মাহরুফ হোসাইন। রায় ঘোষনার সময় প্রত্যেকে আদালতে উপস্থিত ছিলো। তারা আগৈলঝাড়া কোদালধোয়া গ্রামের বাসিন্দা। আদালত সুত্র জানায়, জমি বিরোধের জের ধরে ২০১৪ সালের ২২ নভেম্বর দুপুর ৩ টায় চাচাতো ভাই নরেশ সরকারের বাড়ীতে প্রবেশ করে গালাগালি করে। এতে প্রতিবাদ করায় দন্ডিতরা জগদীশ,নরেশসহ ৩ জনকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় জগদীশ বাদী হয়ে ওই দিনই থানায় মামলা করে। একই বছরের ১৪ ডিসেম্বর আদালতে চার্জশীট জমা দেয় থানার এসআই নজরুল ইসলাম। মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহন শেষে বিচারক ওই আদেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT