ভা-ারিয়ায় রহস্যজনক অগ্নিকান্ডে পুড়েছে শিক্ষকের তালাবদ্ধ ঘর ভা-ারিয়ায় রহস্যজনক অগ্নিকান্ডে পুড়েছে শিক্ষকের তালাবদ্ধ ঘর - ajkerparibartan.com
ভা-ারিয়ায় রহস্যজনক অগ্নিকান্ডে পুড়েছে শিক্ষকের তালাবদ্ধ ঘর

3:03 pm , July 4, 2019

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়ার ধাওয়া গ্রামে রহস্যজনক অগ্নিকান্ডে পুড়েছে স্কুল শিক্ষক জামাল হায়দার খানের তালাবদ্ধ ঘর। বুধবার দিনগত রাত ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে শিক্ষকের ঘরসহ সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে। অগ্নিকান্ডে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত শিক্ষক পরিবার দাবি করেছেন। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ওই স্কুল শিক্ষক গত এক সপ্তাহ ধরে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার রাতে ঘরে কেউ ছিলনা। এ রহস্যজনক অগ্নিকান্ডের জন্য ক্ষতিগ্রস্ত শিক্ষক তার তালাকপ্রাপ্তা স্ত্রীকে দায়ী করেছেন। শিক্ষক জামাল হায়দারের ভাই আবুল কালাম খান জানান, তার ভাই সড়ক দূর্ঘটনায় আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে টিকিৎসাধীন রয়েছেন। এ দুর্ঘটনার একমাস পূর্বে ভাই জামাল খান তার স্ত্রী মাহফুজা বেগমকে তালাক দেয়। পরে তিন সন্তান নিয়ে সে সাতক্ষীরায় তার বাবার বাড়ি চলে যায়। গত বুধবার সে ভা-ারিয়ায় এসে প্রতিবেশী নাসিমা বেগমকে বলে, স্বামীর বাড়িতে যখন তার জায়গা হলোনা তখন ওই বাড়ি জ্বালিয়ে দেব।
বুধবার রাত ১১ টার দিকে তালাবদ্ধ বসত ঘরটি আগুনে জ্বলতে দেখে প্রতিবেশীরা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস সদস্যরা এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষনে বসত ঘরটি মালামালসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছে ক্ষতিগ্রস্থ পরিবার।
শিক্ষক জামাল খানের স্ত্রী মাহফুজা বেগম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি ষড়যন্ত্রমূলক নিজেরা ঘটিয়ে আমাকে মিথ্যা দোষারোপ করা হচ্ছে।
ভানারিয়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, তালাবদ্ধ ঘরে আগুন রহস্যজনক আগুনের কারন উদঘাটন করা যায়নি। এতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT