জগন্নাথ দেব’র রথযাত্রা অনুষ্ঠিত জগন্নাথ দেব’র রথযাত্রা অনুষ্ঠিত - ajkerparibartan.com
জগন্নাথ দেব’র রথযাত্রা অনুষ্ঠিত

3:02 pm , July 4, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে জগন্নাথ দেবীর রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরীর সদর রোডের জগন্নাথ দেবের মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয়। অপরদিকে বিকেলে হাটখোলা হরি মন্দির থেকে আরও একটি রথযাত্রা বের করে ভক্তরা। পৃথক স্থান থেকে বের হওয়া দুটি রথযাত্রাশত শত ভক্তরা উপস্থিত ছিল। এ সময় পুণ্যের দড়ি টেনে রথযাত্রটি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রথযাত্রায় আসা ভক্তরা জানান, ভগবান জগন্নাথ এই দিনে রাস্তায় বের হন ভক্তদের সাথে দর্শণ দেবার জন্য। জগন্নাথ দেবের দর্শণ লাভ করে পরিত্রাণ পান ভক্তরা। এদিকে রথযাত্রার পর আগামী ১২ জুলাই বিকেল চারটায় উল্টোরথযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানায় আয়োজকরা। ফুল-ফলসহ নানা অনুসঙ্গে সুসজ্জিত হয়ে রথ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাজারও নারী-পুরুষ ও শিশুসহ ধর্ম-বর্ণের মানুষ এতে অংশ নেয়। এদিকে হিন্দুর বিশ্বাস মত, জগতের নাথ বা অধীশ্বর যিনি তিনি-ই জগন্নাথ। ভগবান শ্রী জগন্নাথদেব, বলরাম ও দেবী সুভদ্রাকে নিয়ে কাঠের তৈরি সুসজ্জিত রথ ভ্রমনের নাম রথযাত্রা। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব পালিত হয়ে আসছে। হিন্দুরা আর বিশ্বাস করেন, রথযাত্রায় ভগবান জগন্নাথের দর্শণ পেলে মানুষের মুক্তি লাভ হয়। অর্থাৎ পৃথিবীতে মানুষকে আর পুন:জন্ম নিতে হয় না। আর এ কারণেই রথের দড়ি টানতে হাজারো ভক্তদের সমাগম হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT