3:01 pm , July 4, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর অভিভাবকদের মধ্যে ভর করেছে শিশু অপহরণ আতংক। স্কুল এবং রাস্তা থেকে শিশুদের ধরে নেয়া হচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে সর্বত্ত। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এমনই একটি ঘটনার প্রমান মিলেছে নগরীর কাউনিয়া বিনাপানি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
চাচাতো ভাই পরিচয় দেয়া এক যুবক স্কুল থেকে প্রথম শ্রেণিতে পড়া এক ছাত্রকে অপহরণের চেষ্টা করে। কিন্তু স্কুল কর্তৃপক্ষের সাবধানতার কারনে রক্ষা পায় সাড়ে চার বছর বয়সী সামিউল ইসলাম সিফাত নামের শিশুটি। ফলে ঘটনাটি নিয়ে অভিভাবকদের আরো আতঙ্কিত করে তুলেছে।
এদিকে অপহরণকারী সন্দেহে হৃদয় নামের ওই যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। সে কাউনিয়া পাসপোর্ট গলির মনু মিয়ার ছেলে বলে পরিচয় দিয়েছে। এই ঘটনায় শিশুর বাবা কাউনিয়া রোকেয়া আজিম সড়কের বাসিন্দা অটো টেম্পু চালক আবুল বাশার খলিফা বাদী হয়ে কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
বিষয়টি নিশ্চিত করে শিশু’র মা শিলা আক্তার জানান, তার দুই ছেলে বিনাপনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার বেলা ১২টায় স্কুল ছুটির মুহুর্তে হৃদয় নামের যুবক স্কুল কর্তৃপক্ষের নিকট নিজেকে চাচাত ভাই পরিচয় দিয়ে সিফাতকে সাথে নিয়ে যেতে চায়। কিন্তু তার আচরন শিক্ষকদের মধ্যে সন্দেহের সৃষ্টি করে। তারা হৃদয়ের পরিচয় নিশ্চিত হতে শিশুর মা ও বাবাকে ফোন করে।
এর মধ্যেই শিশুর নানী সামিউল ইসলাম সিফাতকে আনতে স্কুলে গেলে হৃদয় নামের যুবকের প্রতারনা ধরা পড়ে যায়। পরে স্কুল কর্তৃপক্ষ ও অন্যান্য অবিভাবকরা তাকে ধরে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
জিলা স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র রাফসানের মা উম্মে হাবিবা বলেন, কিছুদিন ধরে শিশু অপরহণকারী ছড়িয়ে পড়েছে বলে শোনা যাচ্ছে। তাই ভয়ও বেড়ে গেছে। এখন শিশু সন্তানকে একা ছাড়তে সাহস পাচ্ছি না। এমনকি স্কুলে নিয়ে আসার পরে ছুটির পূর্বে পর্যন্ত দাড়িয়ে থাকতে হচ্ছে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে চোখ-কান খোলা রাখার অনুরোধ জানান এই অভিভাবক।
কাউনিয়া থানার ওসি আনোয়ার হোসেন হৃদয় নামের যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে তাকে অপহরণকারী সন্দেহে আটক করা হয়েছে। তাকে আপাতত জিজ্ঞাসাবাদ চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন বলে জানিয়েছেন ওসি।