আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ

3:24 pm , July 3, 2019

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পুণর্বাসনের জন্য নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করলেন জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুলাহ। বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্থ প্রত্যেক দোকান মালিককে পুণর্বাসরে জন্য ২ বান্ডিল করে ঢেউ টিন ও নগদ ৬ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্থ’ ব্যবসায়ীদের (ভাড়াটিয়া) নগদ ১৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন তিনি।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ পূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব আবুল হাসানাত আবদুলাহ এমপি। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ প্রমুখ। এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচীব খায়রুল বাশার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলঅম মোর্তুজা খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাসসহ সরকারী কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, গত ২১জুন গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গোপাল ওঝার ভাড়াটিয়া সুমন পান্ডের কম্পিউটারের দোকান, অনিল শীলের ভাড়াটিয়া দেবাশীষ সরকারের মিষ্টির দোকান, গোবিন্দ পান্ডের মুদি দোকান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি পলী চিকিৎসক সুধীর ওঝার চেম্বার ও ফার্মেসী ও পূর্ণ পান্ডের চটপটির দোকানসহ পাঁচটি দোকান সম্পূর্ন পুড়ে গেলে ২৩ জুন ঘটনাস্থল পরিদর্শন শেষে ব্যবসায়ীদের পুণর্বাসনের আশ্বাস দিয়েছিলেন জাতির পিতার ভাগ্নে আবুল হাসানাত আবদুলাহ এমপি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT