3:24 pm , July 3, 2019
মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে কোটিপতির সন্তানদের বেপরোয়া মটর সাইকেল ড্রাইভের কারনে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। মুলাদী পৌর শহরের জনবহুল সড়কগুলোতে স্কুল-কলেজ টাইমে বিভিন্ন মডেলের মটর সাইকেল নিয়ে রাস্থায় বেড়িয়ে পড়ে কোটি পতির ছেলেরা। এসকল মটর সাইকেল চালকরা নিজের জীবন কিংবা অন্যের জীবনের তোয়াক্কা না করে ৮০/৯০ কিলোমিটার গতিতে মটর সাইকেল চালাতে দেখা যায়। প্রভাবশালী পরিবারের সন্তান কিংবা কোটিপতি বাবার ছেলে হওয়ায় এরা ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের ইচ্ছেমত মটর সাইকেল চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা। গত মঙ্গলবার মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী ভুলু খানের মেয়ে লাইজু ও গতকাল বুধবার কাজিরহাট থানার মহিউদ্দিন বিস্বাসের মেয়ে মিমকে স্কুলে যাওয়ার পথে মটর সাইকেল চাপা দিয়ে পালিয়ে যায় চালক। লাইজুকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে প্রেরন করে। এসমস্থ কোটিপতিদের বেপরোয়া সন্তানদের আইনের আওতায় এনে অচিরেই মুলাদীর পথচারীদের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে প্রশাসন এমনটাই দাবী স্থানীয় সচেতন মহলের। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, দ্রুত মোবাইল কোর্টের মাধ্যমে এসমস্ত বেপরোয়া চালকদের আইনের আওতায় আনা হবে।