আজ আ’লীগের বরিশাল বিভাগীয় সম্মেলন আজ আ’লীগের বরিশাল বিভাগীয় সম্মেলন - ajkerparibartan.com
আজ আ’লীগের বরিশাল বিভাগীয় সম্মেলন

3:18 pm , July 3, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ আ’লীগের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা আজ বৃহস্পতিবার নগরীর বরিশাল ক্লাব লিমিটেড এর অমৃত লাল দে মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিষয়ক কমিটির আহবায়ক (মন্ত্রী)  আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি সভায় সভাপতিত্ব করবেন। বিভাগের দলীয় সকল সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা ও উপজেলা কমিটির প্রতিনিধিরা সভায় অংশগ্রহন করবেন। তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই বরিশাল বিভাগে আ’লীগের সবচেয়ে বড় আয়োজন। প্রতিনিধি সভা সফল করতে স্থানীয় পর্যায়ে চলছে ব্যাপক প্রস্ততি। বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস জানান, বরিশাল ক্লাবে সকাল ১১টায় শুরু হয়ে দিনব্যাপি চলবে। বরিশাল বিভাগের আওয়ামীলীগের সকল এমপি, শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা থেকে আসছেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক শিল্প মন্ত্রী আমির হোসেন আমু এমপি প্রতিনিধি সভায় প্রধান অতিথি থাকবেন। বিশেষ থাকবেন সাবেক বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি ও অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, কেন্দ্রীয় আইন বিষযক সম্পাদক গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী শম রেজাউল করিম এমপি, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বাহাউদ্দিন নাসিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ।
এদিকে বিভাগীয় প্রতিনিধি সভায় যোগদিতে গতকাল বুধবার বিকাল থেকেই বরিশালে আসতে শুরু করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং বিভাগীয় পর্যায়ের নেতারা।
বিশেষ করে গতকাল বুধবার বিকালের মধ্যেই বরিশাল সার্কিট হাউসে এসে পৌছেছেন পূর্ত মন্ত্রী শম রেজাউল করিম, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও বিভাগের সিনিয়র নেতারা।
তাদের বরিশালে আমন্ত্রন জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির মন্ত্রী পদমর্যাদায় আহ্বায়ক আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি।
মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, অতিথি যারা আসছেন তারা সার্কিট হাউসে অবস্থান করবেন। তবে বেশিরভাগ অতিথি বৃহস্পতিবার সকালে নৌ এবং আকাশ পথে এসে প্রতিনিধি সভায় যোগ দিবেন। সভায় যোগ দিতে লঞ্চ যোগে বরিশালের উদ্দেশ্যে রওনা করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. জাহাঙ্গীর কবির নানক। প্রতিনিধি সভা সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে ছাত্রলীগকে দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।
অপরদিকে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের প্রস্তুতিতে দায়িত্বে থাকা মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, দীর্ঘ দিন পরে নগরীতে আওয়ামী লীগের এমন একটি অনুষ্ঠান হতে চলেছে। তাই এই অনুষ্ঠানকে সাফল্য ও প্রাণবন্ত করে তুলতে সার্বিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সাজানো হয়েছে সভাস্থল ও তার বাইরের দিকটাও।
তিনি বলেন, সভাস্থল বরিশাল ক্লাবের ভেতরে সাজানো হয়েছে। তৈরী করা হয়েছে সুবিশাল স্টেজ। বৃষ্টির দিন মাথায় রেখে ক্লাবের বাহির পাশে সামিয়ানা দিয়ে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। ক্লাব সংলগ্ন জিলা স্কুল ও সার্কিট হাউসের সামনে আওয়ামী লীগের সংগঠনিক পতাকার আদলে তিনটি দৃষ্টিনন্দন তোড়ন নির্মান ও ব্যানার, বিলবোর্ড দিয়ে সাঁজসজ্জা করা হয়েছে। যার কারনে সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির মন্ত্রী মর্যাদার আহ্বায়ক আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি সাংবাদিকদের জানান, মুলত তিনটি লক্ষ্য নিয়ে বিভাগীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে।
যার মধ্যে প্রধান লক্ষ্য হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন। এছাড়াও আওয়ামী লীগের কর্মী সংগ্রহ ও ঝিমিয়ে পড়া নেতা-কর্মীদের উজ্জীবিত করাই হচ্ছে বিভাগীয় প্রতিনিধি সভার উদ্দেশ্য।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT