রিফাতের বাবা ও স্ত্রী’র শুকরানা আদায় রিফাতের বাবা ও স্ত্রী’র শুকরানা আদায় - ajkerparibartan.com
রিফাতের বাবা ও স্ত্রী’র শুকরানা আদায়

2:48 pm , July 2, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নয়ন বন্ড এর মৃত্যুর খবরে আল্লাহ’র কাছে শুকরানা আদায় করেছে নিহত কলেজ ছাত্র রিফাতের স্ত্রী ও পরিবারের লোকেরা। তারা নয়নের মত অন্য আসামীদেরও একই পরিনিত দেখতে চেয়েছেন। বন্দুকযুদ্ধে রিফাত হত্যা মামলার প্রধান আসামী সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড নিহত হওয়ার পরে পৃথক প্রতিক্রিয়ায় রিফাত শরীফের বাবা দুলাল শরীফ ও নিহতের সদ্য বিয়ে করা স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি।
রিফাতের বাবা দুলাল শরিফ বলেন, আমার একমাত্র সন্তানের খুনি নয়নের মৃত্যুর খবর শুনে অনেক ভালো লাগছে। তার মৃত্যুর কারনে আমার সন্তানের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। নয়নের মত করে বাকি আসামিদেরও আইনের আওতায় নিয়ে আসার দাবী জানাতেই কেঁদে ফেলেন তিনি।
বারবার মুর্ছাগিয়ে দুলাল শরিফ আরো বলেন, আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী। যিনি রিফাতকে হত্যার ঘটনায় জিরো টলারেন্স দেখিয়েছেন। তার নির্দেশনায় পুলিশ প্রশাসন দিন রাত পরিশ্রম করেছেন। নয়নের মৃত্যুতে পুলিশের সেই পরিশ্রম সার্থক হয়েছে। সেই সাথে মিডিয়াকেও ধন্যবাদ জানান তিনি।
অপরদিকে বিয়ের দুই মাসের মাথায় বিধবা হওয়া রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি সন্ত্রাসী নয়ন বন্ডের মৃত্যুর খবরে আল্লাহ’র নিকট শুকরানা আদায় করেছেন। কৃজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর প্রতি।
স্বামীকে হারিয়ে শোকে বিদ্ধস্ত আয়শা সিদ্দিকা মিন্নি সাংবাদিকদের বলেন, আমি এমন একটি খবরের অপেক্ষায় ছিলাম। যে খবরে আমার রিফাতের আত্মাও শান্তি পাবে।
মিন্নি বলেন, সকালে বাবা বাজার থেকে ফিরে নয়ন বন্ড পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারাগেছে বলে আমায় জানায়। যা শুনতেই আনন্দে বুকটা ভড়ে যায়। কারন ওরা আমার চোখের সামনে আমার স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। তাই রিফাতের বাকি হত্যাকারীদেরও যেন একই পরিনত হয় বলে আশা প্রকাশ করেন তিনি।
মিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তার জিরো টলারেন্স ঘোষনার কারনেই প্রশাসন হত্যাকারিদের গ্রেফতার করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তাদের প্রতিও আমি কৃতজ্ঞ যে তারা এমন একটি সু-খবর সৃষ্টি করেছেন।
পাশাপাশি পলাতক আসামী রিফাত ফরাজী, তার ভাই রিশান ফরাজী সহ অন্যান্য আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে মিন্নি বলেন, এই বিচার থেকে নয়ন ও রিফাত ফরাজীর মত সন্ত্রাসীরা যাতে শিক্ষা পেতে পারে। এদের মত সন্ত্রাসীদের কারনে আর কোন মায়ের কোল শূণ্য ও স্ত্রীকে বিধবা হতে না হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT