কুয়াকাটা পৌরসভার বাজেট ঘোষণা কুয়াকাটা পৌরসভার বাজেট ঘোষণা - ajkerparibartan.com
কুয়াকাটা পৌরসভার বাজেট ঘোষণা

3:23 pm , July 1, 2019

কুয়াকাটা প্রতিবেদক ॥ কুয়াকাটা পৌর সভায় ২০১৯-২০ অর্থ বছরে ১১০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নাগরিক জীবনের সূষ্ঠ সেবাদান এবং পৌর এলাকার উন্নয়নের ক্ষেত্রে সার্বিক দিক বিবেচনা করে প্রস্তাবিত এ বাজেট তৈরী করা হয়েছে। পৌর এলাকার নাগরিক জীবন যাত্রার মানন্নোয়নের লক্ষ্যে বিগত বছরের তুলনায় ২০১৯-২০ অর্থ বছরে উন্নয়ন কাজ বাস্তবায়নে ব্যয়ের খাতে বেশি অর্থ বরাদ্ধ রাখা হয়েছে। তবে ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটের তুলানায় চলতি প্রস্তাবিত বাজেটে দুই তৃতীয়াংশ কম অর্থ বরাদ্ধ করা হয়েছে। সারা দেশে পৌরষভার কর্মকর্তা কর্মচারীদের অনশণ কর্মসূচী চললেও কুয়াকাটা পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা এ অনশন কর্মসূচী পালন করেনি। কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লার সভাপতিত্বে সোমবার বেলা ১১টায় পৌর সভার হলরুমে আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য বাজেট উপাস্থাপণ করেন পৌর সচিব মোঃ হুমায়ূন কবির। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী মোঃ সাজেদুল আলম,পৌর প্যানেল মেয়র মোঃ পান্না মিয়া হাওলাদার,পৌর আওয়ামীলীগের সিনিয়র সভাপতি আঃ খালেক খাঁন,কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট,প্যানেল মেয়র মোঃ শাহ আলম হাওলাদার, কাউন্সিলর তৈয়বুর রহমান, তানভীর জাহান মন্টু,তোফায়েল আহম্মেদ তপু,আশ্রাফ আলী সিকদার,হাবিবুর রহমান, আবুল হোসেন ফরাজী,মহিলা কাউন্সিলর রওশন আরা বেগম,মোসাঃ সালেহা বেগম,মোসাঃ নুরুন্নাহার,পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ আহসানুল কবির সহ পৌর সভার কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT