বানারীপাড়ায় ছাত্র-যুবলীগের নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ বানারীপাড়ায় ছাত্র-যুবলীগের নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ - ajkerparibartan.com
বানারীপাড়ায় ছাত্র-যুবলীগের নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ

3:32 pm , June 30, 2019

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় উপজেলা ছাত্র ও যুবলীগের নেতাদের বিরুদ্ধে করা ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উত্তাল হয়ে উঠেছে পৌর শহর সহ গোটা উপজেলা। রোববার বিকেলে মামলা প্রত্যাহার ও নেতাদের নিঃশর্ত মুক্তির দাবীতে বানারীপাড়া উপজেলা ছাত্র ও যুবলীগের শত শত নেতা কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ত প্রদক্ষিণ করেন। এসময় তারা ছাত্র ও যুবলীগের নেতাদের বিরুদ্ধে করা ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবীতে বিভিন্ন প্রতিবাদী সে¬াগান দেয়। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃত্ াকরেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. নুরুল হুদা তালুকদার,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ও,উপজেলা যুবলীগ নেতা মু.মুনতাকিম লস্কর কায়েস,দুলাল তালুকদার,মো. মহসিন রেজা,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মমিনুল কবির মিঠুন,যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ ও সুমন সিদ্দিকী। উপজেলা ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুল হক মাসুম,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক জাহিদ হোসেন সরদার,চাখার ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহে আলম, যুবলীগ নেতা উজ্জল তালুকদার, ইউপি সদস্য ও যুবলীগ নেতা মেজবা উদ্দীন সোহেল,রাজু আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ’র সহ-সভাপতি এনায়েত হোসেন মোল্লা,সম্পাদক সুলতান হোসেন সিকদার,পৌর শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম, সম্পাদক আনোয়ার হোসেন,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ,ছাত্রলীগ নেতা মনির হোনের, ডা. সাগর চন্দ্র শীল,ইলুহার ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মিজানুর রহমান,সৈয়দকাঠি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক তানবীর আহমেদ বাবু,বানারীপাড়া ডিগ্রী কলেজের ছাত্রলীগ নেতা মিরাজ মোল্লা,নাফি সরদার,চাখার কলেজ ছাত্রলীগ নেতা কাজী ফাহাদ,তানবীর আহমেদ রনি,গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খান সবুজ প্রমূখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন গত ঈদুল-ফিতরের শেষের দিকে বানারীপাড়া পৌর শহরে মাদক বিক্রি করতে আসা বাপ্পী নামের এক ব্যবসায়ীকে জনতা হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে ধরিয়ে দেয়। এ ঘটনার কিছুদিন পরে সে বানারীপাড়ার আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করার প্রয়াসে লিপ্ত থাকা একটি গ্রুপের প্ররোচনায় উপজেলা ছাত্র ও যুবলীগের নেতাদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে হয়রানি করে বানারীপাড়া উপজেলা থেকে ছাত্র ও যুবলীগের তথা মূল দল আওয়ামী লীগের রাজনীতি পিছিয়ে দেয়ার ঘৃণ্যতায় লিপ্ত রয়েছে। তারা আরও বলেন, আওয়ামী লীগের ঘাঁটি বানারীপাড়া উপজেলায় কিছুতেই ষড়যন্ত্রকারীদের নীল নকশা বাস্তবায়ন করতে দেবেনা রাজপথের অকুতোভয় মুজিব অন্তঃপ্রাণ সৈনিকরা। প্রসঙ্গত ওই মামলায় উপজেলা যুবলীগ নেতা মশিউর রহমান সুমন ও নুরুল ইসলাম,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল ও সাধারণ সম্পাদক সজল চৌধুরী বর্তমানে কারান্তরীণ রয়েছেন। এছাড়াও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন কয়েকদিন কারাবাস শেষে জামিনে মুক্তি পেয়েছেন। ওই মামলার অপর তিন আসামী বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করা নেতা সৈয়দ শামসুর রহমান সেলিম,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম দুলাল তালুকদার জামিনে রয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT