স্কুল ছাত্রীর ধর্ষনের চেষ্টাকারী মাদক ব্যবসায়ী আটক স্কুল ছাত্রীর ধর্ষনের চেষ্টাকারী মাদক ব্যবসায়ী আটক - ajkerparibartan.com
স্কুল ছাত্রীর ধর্ষনের চেষ্টাকারী মাদক ব্যবসায়ী আটক

3:30 pm , June 30, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নে স্কুল থেকে ফেরার পথে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে স্থানীয় মাদক ব্যবসায়ী আল আমিন হাওলাদার (৩৫) ইউনিয়নের খোন্তাখালী গ্রামে ওই ঘটনা ঘটিয়েছে। এ অভিযোগে দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী আল আমিনকে আটক করেছে পুলিশ। তাছাড়া শ্লীলতাহানীর অভিযোগ এনে স্কুল ছাত্রীর মা রোববার দুপুরে মহানগরীর বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃত এক সন্তানের জনক আল আমিন হাওলাদার খোন্তাখালী গ্রামের আব্দুল জব্বার হাওলাদারের ছেলে। ইতিপূর্বে তার বিরুদ্ধে অপর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে। যা স্থানীয়ভাবে সালিশ মিমাংসার মাধ্যমে ধামা চাপা দেয়া হয়।
এদিকে শ্লীলতাহানীর শিকার স্কুল ছাত্রী’র স্বজনরা জানিয়েছেন, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ছাত্রী স্কুল শেষে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আল আমিন হাওলাদার তার গতিরোধ করে টেনে হিচড়ে পাশর্^বর্তী বাগানে নিয়ে যায়। সেখানে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে বখাটে আল আমিন। এ সময় কিশোরী ডাক-চিৎকার দিয়ে নিজের সম্ভ্রম রক্ষায় পাশর্^বর্তী খালে ঝাপিয়ে পড়ে। পরে সেখান থেকে উঠে ঘরে ফিরে স্বজনদের ঘটনা জানিয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ওসি মোস্তাফা কামাল বলেন, ভিকটিমের দেয়া তথ্য অনুযায়ী আসামী তাকে টানাহেচড়া করেছে। তাই অভিযুক্ত আল আমিনের বিরুদ্ধে শ্লীলতাহানীর মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আল আমিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে বিপুল পরিমান গাঁজা নিয়ে পুলিশের হাতে আটক হয় সে। তাছাড়া পূর্বে আরো একবার এক মেয়েকে ধর্ষণের চেষ্টা করে আল আমিন। যা তার ভাই বাচ্চু’র অদৃশ্য ক্ষমতায় সালিশ মিমাংশায় নামে মাত্র কিছু জরিমানা দিয়ে ধামা চাপা দেয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT