ছাত্রলীগ নেতার ফেইসবুক স্ট্যাটাসে নয়ন বন্ড গ্রেফতারের গুজব ছাত্রলীগ নেতার ফেইসবুক স্ট্যাটাসে নয়ন বন্ড গ্রেফতারের গুজব - ajkerparibartan.com
ছাত্রলীগ নেতার ফেইসবুক স্ট্যাটাসে নয়ন বন্ড গ্রেফতারের গুজব

3:13 pm , June 29, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যাকান্ডের আজ ২৯ এপ্রিল চতুর্থ দিন। গত চার দিনেও মুল আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে রিফাতের মুল ঘাতককে গ্রেফতারের গুজব ছড়িয়ে সরগরম করে তোলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। শনিবার (২৮ জুন) ভোর থেকেই বরিশাল এবং বরগুনা সহ সর্বোত্ত প্রধান খুনি নয়ন পন্ডকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ে। শুধু আসামী গ্রেফতারের গুজবই নয়, রিফাত শরীফ হত্যাকান্ডের ঘটনায় বরগুনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেনকে প্রত্যাহার হয়েছে বলে ছড়িয়ে পড়েছে। তবে ওসিকে প্রত্যাহারের কোন চিঠি রেঞ্জ ডিআইজি বা পুলিশ সুপার কার্যালয়ে পৌছায়নি বলে দাবী করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে দিনভর গুজবের কারনে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এমনকি হয়রানির মধ্যে পড়তে হয় বরিশালের গণমাধ্যম কর্মীদেরও।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায় শনিবার (২৯ জুন) সকাল থেকে স্ত্রী’র সামনে প্রকাশ্যে স্বামী রিফাত শরীফককে কুপিয়ে হত্যার নেতৃত্ব দেয়া নয়ন বন্ডকে গ্রেফতারের ভুয়া খবর বিভিন্ন মাধ্যমে ফেসবুকে লিখে পোস্ট করা হয়।
এর মধ্যে সর্বপ্রথম বিএম কলেজ ছাত্র কর্মপরিষদের সাবেক ক্রীড়া সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল আহম্মেদ মুন্না এবং শাহিরয়ার ইমাম নামের দু’জন নয়ন বন্ড গ্রেফতার হয়েছে বলে ফেসবুকে স্ট্যাটাস দেয়।
তারা উল্লেখ করেন নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোতয়ালী মডেল থানা পুলিশ নয়ন বন্ডকে গ্রেফতার করে বলে স্ট্যাটাসে উল্লেখ করা হয়। এর কিছুক্ষনের মধ্যেই একই ধরনের একাধিক স্ট্যাটাস দেখা যায় ফেসবুক ওয়াল জুড়ে।
এমন স্ট্যাটাস দেখা মাত্রই গোটা মিডিয়াঙ্গনের কর্মীরা পুলিশের সাথে যোগাযোগ সহকারে খোঁজ খবর নিতে শুরু করে। তবে পুলিশের পক্ষ থেকে এ ধরনের খবর গুজব বলে জানানো হয়। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হলে ফেসবুকে দেয়া স্ট্যাটাস গুলো সরিয়ে ফেলেন সংশ্লিষ্টরা। তারা ঘটনাটি সঠিক নয় বলে পাল্টা স্ট্যাটাস দিয়ে ক্ষমতা চেয়ে নেন।
ফেসবুকে স্ট্যাটাস দেয়া সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল আহম্মেদ মুন্নার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভোরে নথুল্লাবাদ এলাকা থেকে নয়ন নামে একজনকে পুলিশ আটক করে। তখন ভেবেছিলাম বরগুনার নয়ন গ্রেফতার হয়েছে। তাই স্ট্যাটাসটা দিয়ে পড়ে আবার সরিয়ে ফেলেছে।
এদিকে রিফাত হত্যার কান্ডের ঘটনায় দায়িত্ব অবহেলার অপরাধে বরগুনা সদর থানার অফিসার ইন-চার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেনকে প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ে। এমন খবর নিশ্চিত হতে ব্যস্ত হয়ে পড়েন সাংবাদিকরা।
কিন্তু ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামানিক বলেন, হেড কোয়ার্টার থেকে এ ধরনের কোন আদেশ আমাদের কাছে এসে পৌছেনি। এমনকি ওসিকে প্রত্যাহারের বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন।
অপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, নয়ন নামের কোন আসামী তারা গ্রেফতার করেনি। কেউ করলেও সেই তথ্য আমাদের জানা নেই। তবে আমাদের জানামতে নয়ন বন্ড এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। নয়ন ও রিফাত সহ তাদের সহযোগিদের গ্রেফতারে অভিযান চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT