3:13 pm , June 29, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) কার্যালয় পরিদর্শন ও ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। গতকাল শনিবার দুপুরে তিনি বিইউজের অশি^নী কুমার হলের কার্যালয় পরিদর্শন করেন। এসময় বিইউজের সভাপতি পুলক চ্যাটার্জি, সাধারন সম্পাদক স্বপন খন্দকার, নির্বাহী সদস্য সুশান্ত ঘোষ, নজরুল বিশ^াস, মিথুন সাহা, সভাপতি আলী জসীম অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর কবির নানক বিইউজের সার্বিক কর্মকান্ডের খোঁজ খবর-নেন একজন প্রাক্তন সাংবাদিক হিসেবে বিইউজের কর্মকান্ডে সহায়তার আশ^াস দেন। তার সাথে এ সময় ছিলেন আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান দুলাল, যুবলীগ নেতা শাহিন সিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে সম্মানিত অতিথিকে বরিশাল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে একটি স্মারক উপহার তুলে দেয়া হয়।