গ্লোবাল ইউনিভার্সিটি আর্ন্তজাতিক মানের হবে -জাহাঙ্গীর কবির নানক, আমাদের ছেলে-মেয়েরা বিদেশে গিয়ে গবেষনা করবে -উপাচার্য ড. আনিসুজ্জামান গ্লোবাল ইউনিভার্সিটি আর্ন্তজাতিক মানের হবে -জাহাঙ্গীর কবির নানক, আমাদের ছেলে-মেয়েরা বিদেশে গিয়ে গবেষনা করবে -উপাচার্য ড. আনিসুজ্জামান - ajkerparibartan.com
গ্লোবাল ইউনিভার্সিটি আর্ন্তজাতিক মানের হবে -জাহাঙ্গীর কবির নানক, আমাদের ছেলে-মেয়েরা বিদেশে গিয়ে গবেষনা করবে -উপাচার্য ড. আনিসুজ্জামান

3:11 pm , June 29, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমি ব্যবসা করতে আসিনি। আমি এসেছি দেশ বরেণ্য মানুষ গড়ার প্রতিষ্ঠান নিয়ে। আমার স্বপ্ন গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের একটি ইন্টারন্যাশনাল মানের ইউনিভার্সিটিতে পরিনত হবে। দেশের মধ্যে একটি একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে। দেশের বিভিন্ন স্থান হতে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহনের জন্য বরিশাল গ্লোবাল ইউনিভার্সিটিতে লেখা-পড়ার জন্য ছুটে আসবে। গতকাল শনিবার নগরীর সদর রোডস্থ অশি^নী কুমার টাউন হলে দক্ষিণ এশিয়ার সক্রেটিস খ্যাত প্রফেসর ড. আনিসুজ্জামান এর বরিশাল গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি) এর নবনিযুক্ত উপাচার্য হিসেবে যোগদানোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেছেন।
গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু নার্গিস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর কবির নানক আরো বলেন, দেশের শিক্ষাঙ্গন এক সময় কালো অন্ধকারে নিমগ্ন ছিলো। আমাদের সুযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আলোকিত করেছেন। মানুষের মাঝে শিক্ষার আলো পৌছে দিতে তিনি জেলায় জেলায় প্রতিষ্ঠা করেছেন ১২৪টি বিশ^বিদ্যালয় ও কলেজ। তিনি প্রতিষ্ঠা করেছেন ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।
জাহাঙ্গীর কবির নানক বলেন, আমি ঢাকায় ছাত্র রাজনীতি করেছি। দেখেছি বরিশাল অঞ্চলের শিক্ষার্থীরা কিভাবে ঢাকায় গিয়ে কষ্ট করে লেখা পড়া করেছে। অনেক মেধা সম্পন্ন শিক্ষার্থী থাকা সত্যেও তারা টাকার অভাবে ঢাকায় গিয়ে লেখা-পড়া করতে পারছে না। তাদের সেই কষ্ট আমি উপলব্দি করেছি। তখনই থেকেই বরিশালে একটি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। আর সেই স্বপ্ন থেকেই বরিশালে সর্রপ্রথম বেসরকারি গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। আমি চাই প্রাইভেট বিশ^বিদ্যালয়ের মধ্যে এটি একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে।
তিনি বলেন, আমরা ট্রাস্টি বোর্ডের সদস্যরা এখান থেকে অর্থ গ্রহণ করি না। তাই আমরা গর্ব করে বলতে পারি গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ একটি মান সম্মত প্রতিষ্ঠান। আমরা চাই গ্লোবাল ইউনিভার্সিটি থেকে শিক্ষার্থীরা মান সম্মত শিক্ষা অর্জন করে দেশ ও বিদেশের মাটিতে নিজেকে তুলে ধরবে। বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবে।
তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রী কতজন আছে তা আমাদের জানার বিষয় নয়। মুল বিষয় হলো মান সম্মত শিক্ষা ব্যবস্থা। গ্লোবাল ইউনিভার্সিটি থেকে এরই মধ্যে অনেক শিক্ষার্থী লেখাপড়া শেষ করেছেন। আরো অনেকে পাশ করে বের হবে। তারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী করে দেশ ও গ্লোবাল ইউনিভার্সিটির সুনাম অর্জন করতে পারলে সেটাই হবে আমাদের মুল চাওয়া পাওয়া।
তিনি তার স্ত্রী এবং গ্লোবাল ইউনিভার্সি অব বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দা আনজুমান বানু নার্গিস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার অক্লান্ত পরিশ্রমের কারনেই আজ গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ একটি আদর্শ প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। তার প্রচেষ্টাতেই ইউনিভার্সিটির পাশাপাশি গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল চালু হয়েছে। এখন আমাদের নিজস্ব ক্যাম্পাসও হবে। যার কাজ খুব শিঘ্রই শুরু হবে।
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে গ্লোবাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘তোমাদের মনে রাখতে হবে পুথিগত বিদ্যা অর্জন করলেই হবে না। মান সম্মত শিক্ষা অর্জন করতে হবে। এজন্য দেশ এবং দেশের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। আমাদের দেশে এখন আর কর্মস্থানের অভাব নেই। শুধু তোমাদের বেছে নিতে হবে কে কোন কর্মসংস্থানে যাবে। এজন্য শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কারিগরি হাত তৈরী করতে আহ্বান জানান তিনি।
সংবর্ধণা অনুষ্ঠানে গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান বলেন, আমি এখানে চাকুরী করতে আসিনি। এসেছি সেবা দিতে। ঢাকা বিশ^বিদ্যালয়ে অধ্যাপনায় ৫০ বছরের অভিজ্ঞতা রয়েছে আমার। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। যা চাওয়ার থেকেও বেশি। তাই নতুন করে চাওয়ার কিছু নেই।
তিনি বলেন, প্রাইভেট বিশ^বিদ্যালয় সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারনা রয়েছে। অথচ পৃথিবিতে সকল বিশ^বিদ্যালয়ের মধ্যে প্রাইভেট বিশ^বিদ্যালয়ের সংখ্যাই বেশি। বিশেষ করে আমেরিকায় প্রাইভেট বিশ^বিদ্যালয় বেশি। প্রাইভেট বিশ^বিদ্যালয়ে সব সময় মেধাবিরা পড়তে আসে না।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আপনাদের সন্তানদের আমাদের কাছে দিন। আমরা কথা দিচ্ছি ওদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে দিবো। প্রমান করে দিবো যে চার বছরের ট্রেনিং নিয়ে ওরা মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের চ্যালেঞ্জ করতে পারবে। এই চ্যালেঞ্জ নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে অসম্ভব বলে কিছু মনে হবে না।
তিনি বলেন, গ্লোবাল ইউনিভার্সিটি নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। আমাদের ছেলে-মেয়েরা বিদেশের বিশ^বিদ্যালয়ে গিয়ে গবেষনা করবে। আবার ইংল্যান্ড, আমেরিকা সহ অন্যান্য দেশের বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে আসবে গবেষনা এবং শিক্ষা গ্রহণের জন্য। আমার বিশ^াস সকলের প্রচেষ্টায় গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এক সময় দেশ সেরা প্রতিষ্ঠানে পরিনত হবেই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস, লালমাটিয়া ওমেন্স কলেজের অধ্যপক অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও প্রোগ্রাম পরিচালক প্রফেসর মো. জহির উদ্দিন আরিফ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল।
এছাড়া এছাড়া স্বাগত বক্তব্য রাখেন- ইউনিভার্সিটির ট্রেজারার তপন কুমার বল। এসময় উপস্থিত ছিলেন জাতীয় কিডনী ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. নাজমুল হাসান, গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান এস. আমরিন রাখী, ট্রাস্টি বোর্ডের সদস্য সারাফ আনিকা, দৈনিক আজকের পরিবর্তন’র সম্পাদক ও প্রকাশক কাজী মিরাজ মাহমুদ, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান দুলাল। বিভিন্ন শিক্ষা কলেজের অধ্যক্ষ এবং শিক্ষাবিদ সহ গ্লোবাল ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠানের সভাপতি প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের সভাপতি সৈয়দা আরজুমান বানু নার্গিস। এছাড়া অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত প্রফেসর ড. আনিসুজ্জামানের একটি বায়োগ্রাফি ও ইউনিভার্সিটির ডকুমেন্টারী উপস্থাপন করা হয়।
এদিকে প্রথম পর্বের অনুষ্ঠান শেষে অশি^নী কুমার হলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর শিক্ষার্থীরা পারফরমেন্স করেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্ট্রার প্রফেসর একেএম এনায়েত হোসেন। সংবর্ধনা উপলক্ষে অশ্বিনীকুমার টাউন হলটি নববধূ সাজে সজ্জিত করা হয়। নানান রংয়ের ও বর্নের ফুল দিয়ে স্টেইজ তৈরি করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি ও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এ্যাড. জাহাঙ্গীর কবির নানক, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু নার্গিস, সংবর্ধিত ভিসি ড. আনিসুজ্জামানসহ উপস্থিত অতিথিরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT