3:16 pm , June 28, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ কাউখালী উপজেলার জয়কুল গ্রামে থানার এক সহকারী উপ পরিদর্শকে (এএসআই) কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১ টায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় এএসআই রফিকুল ইসলামকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কাউখালি থানার এএসআই রফিকুল ইসলাম নগরীর রুপাতলী এলাকার মৃত রহিম খানের ছেলে।
কাউখালি থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, লিখিত একটি অভিযোগ তদন্তে এএসআই রফিকুলসহ দুই পুলিশ সদস্য জয়কুল গ্রামে অভিযুক্ত হায়দার হাওলাদারের বাড়িতে যায়। এসময় হায়দার হাওলাদার ও তার স্ত্রী অতর্কিতভাবে এএসআই রফিকুলকে কুপিয়ে জখম করে। আহত রফিকের দুই হাত ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। এছাড়াও আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। আহত এএসআই রফিকুল ইসলামের ভাই মো. কবির খান জানান, আমি শুনেছি অভিযোগের তদন্ত করতে গেলে অভিযুক্তরা তাকে কুপিয়ে কখম করে। এতে তার দুই হাত ও গলায় মারাক্তকভাবে জখম হয়েছে।