3:14 pm , June 28, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলের সর্ব প্রথম ও সর্ব বৃহৎ বেসরকারি ইউনিভার্সিটি গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনিসুজ্জামানের যোগদান উপলক্ষ্যে আজ ব্যাপক সংবর্ধনা দেওয়া হবে। এ উপলক্ষে আজ সকাল ১০ টায় অশ্বিনী কুমার টাউন হলে যোগদান সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এবং সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. জাহাঙ্গীর কবির নানক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আমিনুল ইসলাম খান (টিপু), ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সদস্য ও বিএম কলেজের সাবেক প্রিন্সিপ্যল অধ্যক্ষ মো: হানিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু নার্গিস। উল্লেখ্য প্রফেসর আনিসুজ্জামানকে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো: আব্দুল হামিদ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩১(১) ধারা অনুযায়ী চার বছরের জন্য গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, বরিশাল এর ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেন। অধ্যাপক ড. আনিসুজ্জামান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার নিউমারারি প্রফেসর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালে দর্শনে অনার্স ও ১৯৭৩ সালে মাস্টার্স করেন। ১৯৮১ সালে এমফিল করার পর তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে দার্শনিক নৃতত্ত্বের উপর ১৯৮৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক ড. আনিসুজ্জামান ১৯৯৪ সালে তুলনামূলক ধর্ম তত্ত্বের উপর যুক্তরাষ্ট্রের অ্যান্ডরুজ বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরেট পর্যায়ে গবেষণা করেন। তিনি ১৯৯৭-১৯৯৮ সেশনে পুনরায় লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজে তুলনামূলক ধর্ম ও দার্শনিক নৃতত্ত্বের উপর ডক্টরেট পরবর্তী গবেষণা সম্পন্ন করেন। প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনে বিভিন্ন শাখা, তুলনামূলক ধর্মতত্ত্ব, বাংলাদেশের সমাজ, সামাজিক অবস্থা, তরুন প্রজন্ম, ফকির লালনসাঁই এর জীবন দর্শনসহ সামাজিক ও মানবিক বিদ্যায় বিভিন্ন শাখায় অনেক কাজ করেছেন। তিনি ভারতের সর্বোচ্চ ধর্মীয় উপাধি “নিম্বার্ক রতœ” লাভ করেছেন। তিনি দর্শন সাগর, দর্শন আচার্য্য, ধর্ম মর্ম জ্ঞানী, ব্রহ্মাবিদ্যা বিশারদসহ দেশ ও বিদেশ থেকে অনেক উপধিতে ভূষিত হয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এক পুত্র সন্তানের জনক। গোপালগঞ্জের এই কৃতি সন্তান দেশ বিদেশে অনেক সুনাম কুড়িয়েছেন।