মেয়াদ উত্তীর্ণ ভোলা জেলা ছাত্রীলীগ কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ, সংবাদ সম্মেলণ মেয়াদ উত্তীর্ণ ভোলা জেলা ছাত্রীলীগ কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ, সংবাদ সম্মেলণ - ajkerparibartan.com
মেয়াদ উত্তীর্ণ ভোলা জেলা ছাত্রীলীগ কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ, সংবাদ সম্মেলণ

3:36 pm , June 25, 2019

ভোলা অফিস ॥ ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদককে ধর্ষক ও নারী নির্যাতনকারী হিসেবে অভিযুক্ত করে মেয়াদ উর্ত্তীণ কমিটি বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জেলা ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী । গতকাল মঙ্গলবার সকালে প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সস্মেলনে লিখিত বক্তব্যে বর্তমান কমিটির সহ-সভাপতি তৈয়বুর রহমান স্বীকার করেন ২০১৫ সালে গঠিত ও কেন্দ্র থেকে ঘোষিত ১০ সদস্যের সকলেই বিবাহিত। এদের মধ্যে সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপন চাঁদাবাজি মামলায় জেলে রয়েছেন। তার বিরুদ্ধে এছাড়া জাতীয় শোকের মাস ১৫ আগষ্ট এক বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের মেয়েকে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায়। এ ছাড়া তার বিরুদ্ধে দুটি নারী নির্যাতন, ২টি চাদাবাজি মামলা রয়েছে। যার মামলানং ৫০২/১৯, তারিখ ১৯/০৬/২০১৯, জিআর মামলানং ৫৬৮/১৮ তারিখ ১৭/৮/২০১৮, জিআর ২৫৫/১৭, তরিখ ২৫/৫/২০১৭, শ্লীলতাহানী মামলা নং ২২১/১৯, তারিখ ১৫/৩/২০১৯।
সাধারন সম্পাদক রিয়াজ মাহামুদ ধর্ষন মামলার আসামী। তার বিরুদ্ধেও নারী নির্যাতনসহ ৪টি পৃথক মামলা রয়েছে। মামলাগুলো হচ্ছে ধর্ষন মামলা নং ৪৪৪/১৭ তারিখ ২৭/৮/২০১৭ । শ্লীলতাহানী মামলা নং ৫১৭/২০১৮। সংঘাতের মামলা নং ৪২ , তারিখ ১৯/৯/২০১৯। হত্যা মামলা নং ২৬/১১ তারিখ ১৯/০১/২০১১। সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রুবেলকে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী চিহ্নিত হওয়ায় তাকে আজীবনের জন্য বহিস্কার করেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা। অভিযুক্ত এসব নেতৃবৃন্দের ছাত্রলীগের মত ঐতিহ্যবাহী সংগঠনের পদে থাকার যোগ্যতা হারিয়েছেন এমন দাবি করে ওই কমিটি বাতিল করে নতুন কমিটি দাবি জানান আন্দোলনকারী ছাত্রনেতারা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি আবিদুল আলম, সাবেক ছাত্রলীগ সম্পাদক আক্তার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক হিমেল মাহমুদ, ভোলা সরকারি কলেজে কমিটির সাবেক সভাপতি হাসিব রহমান মার্সেল, কলেজ কমিটির সভাপতি খায়রুল ইসলাম তুহীন, কলেজ কমিটির সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগ নেতা জাকারিয়া হোসেন অমি, হাসিব মাহামুদ, মোঃ নেওয়াজ শরীফ কুতুবসহ অন্যরা। পরে ছাত্রলীগ নেতারা শহরে বিক্ষোভ মিছিল করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT