সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত - ajkerparibartan.com
সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

3:13 pm , June 24, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে “তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি) সহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের কার্যক্রম অংশীজনদের অবহিত করন সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নগরীর বরিশাল কম্পিউটার কাউন্সিলর (বিসিসি) অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বরিশাল কম্পিউটার কাউন্সিলর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিসিসি’র ভারপ্রাপ্ত সেন্টার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও আঞ্চলিক উপ-পরিচালক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইথ এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল, বরিশাল সমাজ সেবা অফিসার অধ্যাপক আঃ রসিদ, বরিশাল রাহাত আনোয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক শারমিন আক্তার ও সফল প্রতিবন্ধী ঝালকাঠী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফয়সাল রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন বরিশাল কম্পিউটার কাউন্সিলর ট্রেনার এমরান হোসেন। কর্মশালা অনুষ্ঠানে বলা হয় সরকার দেশের মানবসম্পদকে তথ্য প্রযুক্তি ও জ্ঞান অর্জনের মাধ্যমে মানবসম্পদকে ধেশ থেকে বিদেশের মাটিতে কাজে নিয়োজিত করার জন্য গুরুত্ব দিয়ে কাজ করছেন। পাশাপাশি বর্তমান সরকার কম্পিউটার কাউন্সিলরের মাধ্যমে প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়ন প্রর্যায়ে নিয়ে যাবার জন্য সহযোগীতা করে যাচ্ছেন। কর্মশালায় শারিরীক প্রতিবন্ধী,দৃষ্টি প্রতিবন্ধী সহ সব ধরনের বরিশাল বিভাগের ৬ জেলা থেকে শতাধিক মহিলা-পুরুষ প্রতিবন্ধী অংশ গ্রহণ করেন। এছাড়া কর্মশালায় নগরীর বিভিন্ন উন্নয়ন সংস্থার সদস্য,শিক্ষক,প্রশাসনিক কর্মকতারা অংশ গ্রহণ করেন। উল্লেখ্য বরিশাল কম্পিউটার কাউন্সিল থেকে ইতি পূর্বে ৫টি টেনিং প্রোগামের মাধ্যমে ৫ শতাধিক প্রতিবন্ধী সদস্য কম্পিউটার প্রশিক্ষন গ্রহণ শেষে বিভিন্ন কর্মসংস্থায় নিজেকে জড়িত করেছে বলে বিসিসি থেকে এতথ্য প্রদান করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT