3:06 pm , June 24, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিন ব্যাপি স্বর্ণ মেলা। এ মেলার মাধ্যমে স্বর্ণ ব্যবসায়ীরা অপ্রদর্শিত সোনা বৈধ করার সুযোগ পাবেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর বান্দ রোডস্থ হোটেল গ্রান্ড পার্কে বেলুন-ফেষ্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
জাতীয় রাজস্ব বোর্ড কর অঞ্চল বরিশালের আয়োজনে মেলায় ৭টি স্টল রয়েছে। যার ৩টি স্টলে বরিশাল বিভাগের ৬ জেলার স্বর্ণ ব্যবসায়ীরা ঘোষনাপত্র গ্রহন করতে পারছেন। তাছাড়া জনতা ও সোনালী ব্যাংকের দুটি পৃথক স্টল এবং একটি হেল্প ডেক্স এবং অপর একটি স্টলে ১২ ডিজিট টিআইএন গ্রহনের ব্যবস্থা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘সরকার থেকে স্বর্ণ ব্যবসায়ীদের সহযোগিতা করা হয়েছে। কেননা এ ধরনের মেলার মাধ্যমে সরকারের রাজস্ব বেড়ে থাকে। তাই আশা করছি তারাও সরকারের ডাকে সারা দিবে। কেননা সকলের সম্মিলিত সহযোগিতাই পারে দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে। বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) মো. সাইফুল ইসলাম, দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সাইদুর রহমান রিন্টু ও বাংলাদেশ জুয়েলার্স সমিতি বরিশাল জেলা কমিটির সভাপতি শঙ্কর কর্মকার। এছাড়াও অন্যান্যদের মধ্যে বরিশাল কর আঞ্চলের যুগ্ম কর কমিশনার লুৎফর রহমান, উপ-কর কমিশনার আবুল কালাম আজাদ, বাংলাদেশ জুয়েলার্স সমিতির বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আলী খান জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।
বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মো. খাইরুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের অপ্রদর্শিত স্বর্ণ ও স্বর্ণালংঙ্কার, কাট ও পোলিশ ডায়মন্ড এবং রৌপ্যের মজুতের পরিমাণের ভিত্তিতে কর পরিশোধপূর্বক উহা প্রদর্শণের সুযোগ দিতেই স্বর্ণ মেলার আয়োজন করা হয়েছে। এ ক্ষেত্রে কর বিভাগ ব্যবসায়ীদের কাছ থেকে কোন ধরণের প্রশ্ন তুলবে না।
অপরদিকে জুয়েলার্স সমিতি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলী খান জসিম বলেন, দীর্ঘ প্রচেষ্টার পরে আমারা সোনা ব্যবসার স্বীকৃতি পাচ্ছি। সরকার আমাদের জন্য একটি নীতিমালা নিয়ে কাজ করছে। জাতীয় রাজস্ব বোর্ড আমাদের সহযোগিতা করছে। স্বর্ণ মেলায় প্রতি ভরি এক হাজার টাকা দিয়ে অপ্রদর্শিত সোনা বৈধ করার সুযোগ পাচ্ছি।