প্রতিষ্ঠা বার্ষিকীতে কুয়াকাটায় প্রবীণ দুই আ’লীগ নেতাকে সম্মানণা প্রতিষ্ঠা বার্ষিকীতে কুয়াকাটায় প্রবীণ দুই আ’লীগ নেতাকে সম্মানণা - ajkerparibartan.com
প্রতিষ্ঠা বার্ষিকীতে কুয়াকাটায় প্রবীণ দুই আ’লীগ নেতাকে সম্মানণা

3:30 pm , June 23, 2019

কুয়াকাটা প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষিয়ান প্রবীণ দুই আওয়ামীলীগ নেতাকে সম্মানণায় ভ’ষিত করলো কুয়াকাটা পৌর আওয়ামীলীগ। সম্মানণা পেয়ে ওই প্রবীণ দুই আওয়ামীলীগ নেতা আবেগে আপ্লুত হয়ে পড়েন। শেষ বয়সে এসে এমন সম্মানণায় ভূষিত হওয়ায় কুয়াকাটা পৌর আওয়ামীলীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতক্ষতা জানান ওই দুই নেতা। বনার্ঢ্য র‌্যালী, জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভার মধ্য দিয়ে পর্যটন নগরী কুয়াকাটায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় কুয়াকাটা পৌর আওয়ামীলীগ’র আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার শুরুতেই প্রবীণ দুই আওয়ামীলীগ নেতা আলী আকব্বর ফরাজী ও মোঃ জলিল আকনকে সম্মানণা ক্রেষ্ট প্রদান ও পোশাক পরিয়ে দেন পৌর মেয়র আঃ বারেক মোল্লা। র‌্যালীতে লতাচাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়। কুয়াকাটা পৌর আ.লীগ’র সভাপতি ও পৌর মেয়র আঃ বারেক মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,পৌর আওয়ামীলীগের উপদেষ্টা আলী আকব্বর ফরাজী, সিনিয়র সহ সভাপতি আঃ জলিল আকন,কুয়াকাটা পৌর প্যানেল মেয়র মোঃ পান্না হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি আঃ খালেক খান, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অনন্ত মুখার্জী, দপ্তর সম্পাদক কাউন্সিলর তোফায়েল আহম্মেদ তপু, পৌর শ্রমিকলীগের সভাপতি আব্বাস কাজী,পৌর আওয়ামীলীগ নেতা ডাঃ আনোয়ার হোসেন, কাউন্সিলর আবুল হোসেন ফরাজী, শিক্ষক প্রতিনিধি তুলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শি মু জসিম উদ্দিন, পৌর যুবলীগের সভাপতি মো.ইসাহাক শেখ,পৌর যুবলীগ নেতা মাহমুদুর রহমান সোহাগ হাওলাদার প্রমুখ। এ সময় পৌর কাউন্সিলর, পৌর ও ওয়ার্ড আওয়ামীলীগ,শ্রমিক লীগ,সেচ্ছাসেবক লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা মাওঃ জাহিদুল ইসলাম। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা আওয়ামীলীগের মধ্যে কোন্দল ও মান অভিমান ভূলে গিয়ে সকলে মিলে মিশে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT