কনস্টেবল নিয়োগে আর্থিক লেনদেনে কঠোর ব্যবস্থার হুশিয়ারী কনস্টেবল নিয়োগে আর্থিক লেনদেনে কঠোর ব্যবস্থার হুশিয়ারী - ajkerparibartan.com
কনস্টেবল নিয়োগে আর্থিক লেনদেনে কঠোর ব্যবস্থার হুশিয়ারী

3:29 pm , June 23, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ জেলায় পুলিশ কনস্টেবলের ৪৫টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে আগামী পহেলা জুলাই। ওই দিন জেলা পুলিশ লাইন্সে প্রকাশ্যে কয়েকটি স্থরে যাচাই-বাছাইয়ের পর নারী ও পুরুষ কনস্টেবলের ৪৫টি পদের বিপরীতে প্রার্থীদের প্রাথকিভাবে নির্বাচন করা হবে। প্রাথমিক বাছাইতে উত্তীর্নরা ২ জুলাই অংশ নেবে লিখিত পরীক্ষায়। ৪ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত করা হবে ৪৫জনকে। এ ক্ষেত্রে কোন প্রার্থী তদবির-সুপারিশ কিংবা অনৈতিক কোন পন্থা অবলম্বন করলে তাকে অযোগ্য ঘোষনা করা হবে বলে জানিয়েছেন বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, সারা দেশে পুলিশ কনস্টেবল নিয়োগের চলমান প্রক্রিয়ায় এবার বরিশালে ৪৫টি শূন্য পদের বিপরীতে পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে। এর মধ্যে গত বছর মুক্তিযোদ্ধা কোটায় শূন্য থাকা নারী কনস্টেবলের ৮টি এবং এবার পুরুষ কনস্টেবল পদে ৩২ জন ও নারী কনস্টেবল পদে নিয়োগ করা হবে ৫জন।
নিয়োগ পরীক্ষায় অংশ নিতে সোনালী ব্যাংকের যে কোন শাখায় একটি নির্দিস্ট কোড নম্বরের অনুকূলে ১শ’ টাকা জমা দিতে হবে। ব্যাংকের ফরমের দাম ৩ টাকা।
ব্যাংকে জমা দেওয়া ১শ’ টাকার মেমো, প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি, সর্বনি¤œ এসএসসি’র মূল সনদ কিংবা সাময়িক সনদ, সবশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের দেওয়া চারিত্রিক সনদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিংবা পৌর ও সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক দেওয়া নাগরিক সনদ এবং প্রার্থীর নিজের কিংবা নিজের না থাকলে বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে আগামী পহেলা জুলাই সকাল ৮টার মধ্যে পুলিশ লাইনে হাজির হতে হবে বরিশাল জেলার আগ্রহী প্রার্থীদের। তবে সাথে কোন ব্যাগ কিংবা মুঠোফোন নিতে পারবে না তারা।
এরপর পুলিশের একাধিক দল লাইনে দাড়ানো প্রার্থীদের যথাযথ কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করবেন। যাদের কাগজপত্রে ত্রুটি থাকবে তাদের প্রথম পর্যায়েই বের করে দেওয়া হবে। এরপর প্রতিটি লাইন থেকে শারীরিক সক্ষমতা ভালো থাকা প্রার্থীদের বাছাই করা হবে। তাদের মধ্য থেকে দৌড়, রশি বাওয়া এবং লং জাম্পে উত্তীর্নদের নেওয়া হবে ডাক্তারী পরীক্ষা। এসব ধাপ অতিক্রমকারীদের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। ২ জুলাই লিখিত পরীক্ষা গ্রহন এবং ৪ জুলাই ফল প্রকাশের পর মৌখিক পরীক্ষার মধ্যেমে চূড়ান্তভাবে নিয়োগ করা হবে নারী-পুরুষ সহ ৪৫জন।
জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, সরকার এবং পুলিশ প্রধান পুলিশ কনস্টেবল পদে নিয়োগে স্বচ্ছতা রাখার ব্যাপারে অত্যন্ত কঠোর। তাই কনস্টেবল নিয়োগে কেউ যাতে কোন প্রতারক, দালাল বা কোন অসাধু কর্মকর্তা-কর্মচারীর প্রলোভনের ফাঁদে পা দিয়ে কোন প্রকার লেনদেন না করে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে লিফলেট বিতরন সহ ব্যাপক প্রচার প্রচারনা চালানো হচ্ছে। নিয়োগের বিষয়ে কোন পুলিশ সদস্য অনিয়ম কিংবা আর্থিক লেনদেনে জড়িত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় এবং আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী দেন পুলিশ সুপার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT