3:27 pm , June 23, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে পালিত হয়েছে অলিম্পিক ডে। এই উপলক্ষ্যে গতকাল রোববার সকালে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে শহীদ আব্দুর রব সেরনিয়াত বরিশাল স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালির পূর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শহীদুল ইসলামসহ বরিশাল বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-খেলোয়ার ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।