হাজারো নেতা-কর্মীদের কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন হাজারো নেতা-কর্মীদের কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন - ajkerparibartan.com
হাজারো নেতা-কর্মীদের কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন

3:24 pm , June 23, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীতে কয়েক হাজার মানুষের সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটিকে স্মরনীয় করে রাখতে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে সদর রোডস্থ শহীদ সোহেল চত্ত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ের পাশে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। পরে সকাল ৯টায় সদর রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে জাতীয় সঙ্গীত ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী’র উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর তাই সকাল থেকেই মহানগরীর ৩০টি ওয়ার্ড এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতা-কর্মীদের উপস্থিতিতে খন্ড খন্ড মিছিল আসতে শুরু করে শহীদ মিনার চত্ত্বরে। সকাল ৯টা বাজতেই শহীদ মিনার প্রাঙ্গন এবং তৎসংলগ্ন সদর রোড দলীয় নেতা-কর্মী সহ হাজার হাজার মানুষে জনসমুদ্রে পরিনত হয়। বন্ধ হয়ে যায় জিলা স্কুল মোড় থেকে সদর রোড কাকলির মোড় পর্যন্ত সকল ধরনের যানবাহন চলাচল। তাছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী’র অনুষ্ঠানকে ঘিরে শহীদ মিনারের চার পাশ জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়। শহীদ মিনারে শোভা পায় বঙ্গবন্ধু, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র ছবি। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। পাশাপাশি মিছিল নিয়ে আসা নেতা-কর্মীদের শহীদ মিনারে দাড়িয়ে অভিবাদন জানান তিনি। সংক্ষিপ্ত বক্তব্যে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের শক্তি। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিলো। আর আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তার দক্ষ নেতৃত্বে অবহেলিত দক্ষিণাঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগনকে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। সভা পরবর্তী জাতীয় পতাকা হাতে হাজার হাজার মানুষের সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এসময় জাতীয় সঙ্গীতের মধুর সুরে উদ্বেলিত হয়ে ওঠে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নেয়া সকল শ্রেণি পেশার মানুষ। পরে শহীদ মিনার চত্ত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিতি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সিটি মেয়র ও যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সাইদুর রহমান রিন্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আনিসুর রহমান, মোহাম্মদ হোসেন চৌধুরী, বিসিসি প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র এ্যাভোকেট রফিকুল ইসলাম খোকন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহীদ মিনার চত্ত্বর থেকে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। যা রৌদ্রের প্রচন্ড খরতাপ উপেক্ষা করে নগরীর সদর রোড, ফজলুল হক এভিনিউ, চক বাজার, পোর্ট রোড সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোডস্থ শহীদ সোহেল চত্ত্বরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT