নগরীতে চলছে ওয়ালটন চাকরি মেলা নগরীতে চলছে ওয়ালটন চাকরি মেলা - ajkerparibartan.com
নগরীতে চলছে ওয়ালটন চাকরি মেলা

3:21 pm , June 22, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ তীব্র তাপদাহ আর গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে নগরীতে ওয়ালটন চাকরি মেলায় বায়োডাটা জমা দিচ্ছেন চাকরি প্রার্থীরা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ বরিশাল বিএম কলেজ অডিটোরিয়ামে আয়োজিত দুই দিন ব্যাপী ওয়ালটন চাকরি মেলার উদ্বোধনের পর থেকে দীর্ঘ লাইনে দাড়িয়ে বায়োডাটা জমা দেয় তারা।
স্বরূপকাঠীর জগন্নাথকাঠী গ্রামের চাকরিপ্রার্থী মোঃ শাওন জানান, ওয়ালটন মেলার মাধ্যমে চাকরি দিচ্ছে এমন তথ্য পেয়ে খুবই অবাক লেগেছে। তাই খুবই সকালে ঘুমথেকে উঠে বাস যোগে এসে সিভি নিয়ে হাজির হয়েছি। তিনি বলেন, ওয়ালটনের উৎপাদিত পন্য সম্পর্কে দেশবাসীর অজানা নয়। এটি বাংলাদেশের সবচেয়ে পরিচিত ব্রান্ড এমনকি সারা বিশ্বেও সমানভাবে ওয়ালটন পন্যের পরিচিত লাভ করেছে ইতিমধ্যে। আমাদের দেশেই উৎপাদিত ওয়ালটন পন্যে গুলো উচ্চ প্রযুক্তি ও সৃষ্টিশীল ডিজাইন এবং উচ্চ গুনাগুণ সম্পূন্ন। তাই স্বনামধন্য এই প্রতিষ্টানে চাকরি পাওয়াটা খুবই ভাগ্যের ব্যপার।
মোঃ শাওনের মতো এমন মন্তব্য ছিলো চাকরিপ্রার্থী মোঃ ফয়সাল হোসেন, মনির হোসেন, তরিকুল ইসলাম, আবিদ খান, কাওছার হোসেন, শরিফুল ইসলাম, মিলন হাওলাদারসহ আরো অনেকের।
বরিশাল বিএম কলেজে আয়োজিত ওয়ালটন চাকরি মেলায় সিভি জমা দিতে পিছিয়ে ছিলেন না যুবতিরা। দীর্ঘ লাইনেও দাড়িয়ে ছিলো তারা।
শনিবার সকাল সাড়ে ১০ টায় বরিশাল বিএম কলেজে চাকরি মেলার প্রথম দিনের কার্যক্রমের উদ্বোধন করেন সরকরি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান সিকদার।
এ সময় উপস্থিত সরকরি বিএম কলেজের উপধ্যক্ষ স্বপন কুমার পাল, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলআমিন সরোয়ার, ওয়ালটন প¬াজার ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর আল মাহফুজ খান, ওয়ালটনের ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. ফয়সাল ওয়াহিদ, ওয়ালটন প¬াজা বরিশালের এড়িয়া ম্যানেজার সুভ্রত দাস, পিএইচডি-৪ এর প্রধান রাজিব কুমার দাস প্রমুখ।
দুই দিন ব্যাপী এই চাকরি মেলায় প্রথম দিনে সেলস অ্যাসোসিয়েট (ওয়ালটন প¬াজা), সেলস অফিসার (ওয়ালটন প¬াজা), সেলস এক্সিকিউটিভ (ওয়ালটন প¬াজা), সহকারী ম্যানেজার (ওয়ালটন প¬াজা) ও সার্ভিস এক্সপার্ট (ফ্রিজ, এসি, টিভি ও হোম অ্যাপ¬ায়েন্স প্রোডাক্ট) পদে সিভি জমা নেয়া হচ্ছে। বিকেল ৪ টা পর্যন্ত সিভি জমা নেয়ার এই কার্যক্রম চলে। আজ রোববার সিভি যাচাই-বাছাই শেষে নেওয়া হবে লিখিত, আইটি ও ভাইভা পরীক্ষা। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বরিশাল বিভাগে নিয়োগ দেওয়া হবে। আলোচনাসাপেক্ষে বেতন নির্ধারিত হবে। এছাড়া, কোম্পানির পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানাগেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT