3:10 pm , June 21, 2019
বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় বানারীপাড়া সরকারী মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন(পাইলট) স্কুল মাঠে প্রথমে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে ট্রাইবেকারে ১-০ গোলে বানারীপাড়া সদর ইউনিয়নের জম্বদ্বীপ বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চাখার ইউনিয়নের চালিতা বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশ চ্যাম্পিয়ন হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইবেকারে ৩-১ গোলে বিশারকান্দি ইউনিয়নের দক্ষিণ মুরারবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বানারীপাড়া সদর ইউনিয়নের উত্তর গাভা সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশ চ্যাম্পিয়ন হয়।রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল। প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন স্থানীয় সংসদ সদস্য,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। এসময় তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাধীন বাঙালী জাতির মুক্তিদাতা এবং তার পাশে থেকে তাকে প্রেরণা জুগিয়েছেন মহিয়সী বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব।এসময় তিনি ক্ষুদে শিক্ষার্থী খেলোয়ারদের উদ্দেশ্যে বলেন সুশিক্ষা অর্জণের পাশাপাশি তোমাদের নিজেদেরকে ক্রীড়া কর্মকান্ডে সম্পৃক্ত রাখতে হবে। কারণ খেলাধুলা শরীর গঠন ও মনকে প্রফুল্ল রাখে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসেন, প্রকল্প পরিচালক (পিডি) শফিকুল ইসলাম,বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় পরিচালক নিজাম উদ্দিন,পিডব্লিউডি’র বরিশালের নির্বাহী প্রকৌশলী জেড়াল্ড অলিভার গুডা,বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, ওসি খলিলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ,ওয়াকার্সপার্টির সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডু,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিুিতর সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এটিএম মোস্তফা সরদার,উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আ, মালেক হাওলাদার,বর্তমান আহবায়ক এম এ ওহাব,আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন সরদার,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ প্রমুখ। খেলা শেষে রানার আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে প্রধান অতিথি সহ অন্য অতিথিরা পুরস্কার বিতরণ করেন।