কাউনিয়া থেকে ফেন্সিডিলসহ আটক ২ কাউনিয়া থেকে ফেন্সিডিলসহ আটক ২ - ajkerparibartan.com
কাউনিয়া থেকে ফেন্সিডিলসহ আটক ২

3:09 pm , June 21, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাউনিয়া খালপাড় থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে পরিচালিত অভিযানে আটক হয় মাদক বিক্রেতা ঝালকাঠির শেখের হাট ইউপির প্রতাবপুরের জামাল হাওলাদারের ছেলে রুম্মান হাওলাদার (২৬) ও পশ্চিম কাউনিয়া, তালুকদার লেনের লুৎফর রহমানের ছেলে শফিকুলইসলাম (৩৫)। ডিবি থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল খালপাড় সড়কের মেসার্স শাম্মী ট্রেডার্স’র সামনে অভিযান করে। তারা সেখান থেকে বাজারের ব্যাগে ভর্তি ৩৫ বোতল ফেন্সিডিলসহ রুম্মানকে আটক করে। পরে তার স্বীকারোক্তি শাম্মী ট্রেডার্স’র দোকানে কাঠের বক্স থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ শফিকুলকে আটক করা হয়। এ ঘটনায় কাউনিয়া থানায় মামলা রুজু করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT