3:06 pm , June 21, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার চাঁদপুরা ইউপির এলাকা থেকে দুই হাজার ৭শ’ পিচ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মহানগর পুলিশের বন্দর থানার পুলিশের একটি দল এ্ অভিযান পরিচালনা করে। অভিযানে আটক মাদক বিক্রেতা হলো- মামুন হাওলাদার (৩৪) ও রুবেল হাওলাদার। পুলিশ জানিয়েছে, চাঁদপুরা ইউনিয়নের দূর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বন্দর থানার পুলিশের একটি দল। তারা সেখান থেকে ওই পরিমান ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে।