উদয়ন স্কুলের শ্রেণি কক্ষে পলেস্তরা খসে পড়ে ৪ শিক্ষার্থী আহত উদয়ন স্কুলের শ্রেণি কক্ষে পলেস্তরা খসে পড়ে ৪ শিক্ষার্থী আহত - ajkerparibartan.com
উদয়ন স্কুলের শ্রেণি কক্ষে পলেস্তরা খসে পড়ে ৪ শিক্ষার্থী আহত

3:08 pm , June 17, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষের পলেস্তরা খসে পড়ে ৪ শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। আহতরা হলো- বিদ্যালয়ের নেপচুন শাখার ৮ম শ্রেণির শিক্ষার্থী সিয়াম, মোর্সালিন, অর্ক ও তুর্য। যদিও পলেস্তরা খসে পড়ে কোন শিক্ষার্থী আহত হয়নি বলে দাবী স্কুলটির সহকারী প্রধান শিক্ষক ব্রাদার প্রভাতের। আহত শিক্ষার্থীরা জানান, সোমবার স্কুলে টিফিনের পূর্বে ভবনের দ্বিতীয় তলায় ড্রইং ক্লাস নিচ্ছিলেন শিক্ষক সুজন। হঠাৎ করেই ক্লাস রুমের পলেস্তরা খসে শিক্ষার্থীদের গায়ে পড়ে। এতে চারজন শিক্ষার্থী আহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা বলেন, দীর্ঘ দিন ধরে স্কুলের বিভিন্ন ক্লাস রুমে ছাদের বড় বড় ফাটল দেখা যাচ্ছে। যা প্রায় সময় খসে পড়ে শিক্ষার্থীরা আহত হচ্ছে। তারা অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে শিক্ষার্থীরা জীবনের ঝুকি নিয়ে শ্রেণি কক্ষে ক্লাস করে আসলেও ক্ষতিগ্রস্থ ভবন সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। অথচ প্রতি বছরই শিক্ষার্থীদের কাছ থেকে ভবন সংস্কারের নামে এক হাজার টাকা করে আদায় করে নেয়া হচ্ছে। এদিকে স্কুলের পলেস্তরা খসে শিক্ষার্থী আহত হলেও বিষয়টি গোপন করে রাখেন স্কুল কর্তৃপক্ষ। কোন শিক্ষক বা শিক্ষার্থী এ বিষয়ে মুখ খুলতে অপরাগতা প্রকাশ করেন। তারা এই ধরনের কোন ঘটনা ঘটেনি বলে দাবী করেন। তবে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ব্রাদার প্রভাত বলেন, সকালে ৮ম শ্রেণির কক্ষে পলেস্তরা খসে পড়েছে এটা সঠিক। তবে এই ঘটনায় কোন শিক্ষার্থী আহত হয়নি। ঘটনার পর পরই আমরা শিক্ষার্থীদের অনত্র সরিয়ে নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করেছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT