সংস্কৃতি খাতে অর্থ কমিয়ে দেয়ার প্রতিবাদে সংস্কৃতি কর্মীদের মানববন্ধন সংস্কৃতি খাতে অর্থ কমিয়ে দেয়ার প্রতিবাদে সংস্কৃতি কর্মীদের মানববন্ধন - ajkerparibartan.com
সংস্কৃতি খাতে অর্থ কমিয়ে দেয়ার প্রতিবাদে সংস্কৃতি কর্মীদের মানববন্ধন

3:06 pm , June 17, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ সংস্কৃতি খাতে অপ্রতুল বাজেটে অর্থ কমিয়ে দেয়ার প্রতিবাদে ও বরাদ্দ বৃদ্ধি করার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশালের সাংস্কৃতিক কর্মীরা। সোমবার বিকালে সদর রোডে এই কর্মসূচীর আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শান্তি দাস, সৈয়দ দুলাল, নজরুল ইসলাম চুন্নু, নজমুল হোসেন আকাশ, সিরাজুম মুনির টিটু, মিজানুর রহমান, যাত্রা শিল্পি আনসার আলিসহ সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জঙ্গিবাদ ও মৌলবাদ প্রতিহত করতে সাংস্কৃতিক কর্মীদের ছাড়া কনোভাবেই সরকারের পক্ষে একা করা সম্ভব হবে না। তাই সাংস্কৃতিক খাতে বাজেট বৃদ্ধি করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান তারা। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT