মাকে কুপিয়ে জখম করায় ছেলে আটক মাকে কুপিয়ে জখম করায় ছেলে আটক - ajkerparibartan.com
মাকে কুপিয়ে জখম করায় ছেলে আটক

3:18 pm , June 16, 2019

পিরোজপুর প্রতিবেদক ॥ ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনায় মানসিক ভারসাম্যহীন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র দশ টাকার গুলের দাম না দেওয়ায় মাকে কুপিয়ে জখম করেছে ছেলে। মাকে কুপিয়ে জখম করার ঘটনায় ছেলে মাহাবুব হাওলাদারকে এলাকাবাসীর সহায়তায় আটক করেছে পুলিশ। ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান রবিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন। এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, মাহাবুব কিছুটা মানসিক বিকারগ্রস্থ। আর এ কারনেই সামান্য ব্যাপারে মাকে কুপিয়ে রক্তাক্ত করেছে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার উত্তরকলারণ গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে মাহবুব (৩০) তার মায়ের কাছে গুল কেনার টাকা চাইলে টাকা না দিলে ক্রোধে দা দিয়ে মাকে কুপিয়ে রক্তাক্ত করে সে। পরে তার মা পিয়ারা বেগমের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রাতেই মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মাহবুব মাকে কোপানোর পর আত্মগোপন করে। ঘটনার সময় ওই ঘরে তার মা একাই ছিলেন। খবর পেয়ে ইন্দুকানী থানার ওসি হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত ছেলে মাহবুবকে গ্রেফতার করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT