আগৈলঝাড়ায় যৌতুকের দাবীতে মুক্তিযোদ্ধার কন্যাকে নির্যাতন আগৈলঝাড়ায় যৌতুকের দাবীতে মুক্তিযোদ্ধার কন্যাকে নির্যাতন - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় যৌতুকের দাবীতে মুক্তিযোদ্ধার কন্যাকে নির্যাতন

3:18 pm , June 16, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধার মেয়েকে যৌতুকের জন্য শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। নিরাপত্তার কারনে মেয়েকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি না করে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হ্যাপির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম বাগধা গ্রামের মুক্তিযোদ্ধা ছত্তার তালুকদারের মেয়ে হ্যাপি বেগমকে পনের বছর পূর্বে গৌরনদী উপজেলার দক্ষিন গোর্বধন গ্রামের ছিদ্দিক মীরের ছেলে সাগর সৈয়দের সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য হ্যাপিকে শারীরিক নির্যাতন করে আসছিল স্বামী ও তার পরিবারের লোকজন। পুনরায় পিতার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিলে হ্যাপি অস্বীকার করলে আজ রোববার সকালে হ্যাপিকে শারীরিক নির্যাতন করে হাত ভেঙ্গে দেয় স্বামী সাগর। প্রথমে হ্যাপিকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করতে গেলে বাঁধা দেয় স্বামীর ভাই সৈয়দ সুজন। নিরাপত্তার কারনে হ্যাপিকে উদ্ধার করে পিতার বাড়ির লোকজন কোটালীপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় হ্যাপির পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT