3:13 pm , June 14, 2019
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা থামাতে গিয়ে হামলায় বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত বৃদ্ধ হলো- মুজাহার হাওলাদার (৬৫)। সে পূর্ব ভূতেরদিয়া গ্রামের মৃত হাসেম হাওলাদারের ছেলে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- একই এলাকার বাসিন্দা ভাই রিপন চাপরাশী, খোকন চাপরাশী ও রুপম চাপরাশীকে আটক করেছে। বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস জানায়, ওই গ্রামের ভাই হাবিব হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশি কালাম চাপরাশীর জমি নিয়ে বিরোধ ছিল। এ জের ধরে সকালে হাবিব হাওলাদারের ছেলে সজিব হাওলাদারকে একা পেয়ে কালাম চাপরাশীসহ তার সহযোগিরা মারধর করে গুরুতর আহত করে। এসময় ভাইয়ের ছেলে সজিবকে রক্ষায় মুজাহার হাওলাদার এগিয়ে আসে। তখন হামলাকারীদের আঘাতে ঘটনাস্থলেই মুজাহার মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তখন হামলাকারী চারজনকে আটক করা হয়েছে।