শ্রদ্ধা-ভালোবাসায় দানবীর অমৃত লাল দে’কে স্মরণ শ্রদ্ধা-ভালোবাসায় দানবীর অমৃত লাল দে’কে স্মরণ - ajkerparibartan.com
শ্রদ্ধা-ভালোবাসায় দানবীর অমৃত লাল দে’কে স্মরণ

3:10 pm , June 14, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ সমাজসেবক, শিক্ষানুরাগী, দানবীর অমৃত লাল দে-এর ২৬ তম প্রয়াণ বার্ষিকী শ্রদ্ধা-ভালোবাসার মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল শুক্রবার বরিশাল নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় প্রাঙ্গণে দানবীরের সমাধি মন্দিরে সর্বস্তরের হাজারো মানুষের পুষ্পমাল্য প্রদান এবং শ্রদ্ধা নিবেদন করেন। ভোর ৭টা থেকেই অমৃত পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ মানুষসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাননসমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। অমৃত পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন দানবীর অমৃত লাল দে-এর ভাই রাখাল চন্দ্র দে, বিজয় কৃষ্ণ দে, ভানু লাল দেসহ আত্মীয়-স্বজনবৃন্দ। তারপর একে একে পুষ্পমাল্য অর্পণসহ শ্রদ্ধা নিবেদন করেন অমৃত লাল দে মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য এবং শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীবৃন্দ, এসসিজিএম বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ গণশিল্পী সংস্থা বরিশাল, খেয়ালী গ্রুপ থিয়েটার, চারুকলা বরিশাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা এবং মহানগর শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ, উদীচী বরিশাল কমিটি, বরিশাল নাটক, জাতীয় কবিতা পরিষদ, প্রান্তিক সঙ্গীত বিদ্যালয়, বাংলাদেশ দলিত পরিষদ বরিশাল বিভাগীয় এবং জেলা কমিটি, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখা, গণফোরাম, মুকুলস্মৃতি প্রাথমিক বিদ্যালয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ।
অমৃত লাল দে মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক বিলকিস আক্তার জানান, ‘অমৃত লাল দে সমাজ সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আজ সমাজসেবী-দানবীর হিসেবে সকলের কাছে স্মরণীয়-বরণীয় হয়েছেন। তিনি বিশ্বাস করতেন ‘কর্মই হচ্ছে জীবনের বড় ধর্ম। আমরা ছাত্র-ছাত্রীদেরও তার আর্দশে জীবন গড়ার পরার্মশ দিয়ে থাকি।’ অমৃত লাল দে’র জন্ম বাংলা ১৩৩১ সালের ১৩ আষাঢ় (১৯২৪ সালের ২৭ জুন), শরিয়তপুর জেলার নড়িয়া থানার চন্ডীপুরের পাঁচগাঁও গ্রামে। পিতার নাম রাসমোহন দে। মাতার নাম সারদা সুন্দরী দে। ১৯৯৩ সালের ১৪ জুন তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT