3:08 pm , June 14, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বেনসন সিগারেটের প্যাকেটের মধ্যে থেকে কাগজে মোড়ানো পাথরের টুকরো পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার এমন অভিযোগ করেন ঈশ্বরবসু সড়কের ভাই ভাই ষ্টোর্সের স্বত্তাধিকারি মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, গত ১২ জুন বুধবার বিউটি রোডের বিপরীতে জেলা পরিষদ মার্কেটের রুপন স্টোর (পাইকারি ও খুচরা) থেকে ৫ প্যাকেট বেনসন, গ্লোড লিফ ২ প্যাকেট, স্টার লাইট ২ প্যাকেট ও হলিউডের ১০ প্যাকেট সিগারেট পাইকারি ক্রয় করেন। দুপুরে সিগারেট খুচরা বিক্রয়ের জন্য প্যাকেট খুললে বেনসনের প্যাকেট থেকে তিনি ওই কাগজে মোড়ানো পাথরের টুকরো পান। ৫ টির মধ্যে ২ টি প্যাকেটেই পাথরের টুকরো রয়েছে বলেও মোস্তাফিজ জানান।