3:01 pm , June 13, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশ আয়োজিত ওপেন হাউজ ডে মত বিনিময় সভায় নগরবাসীর ডিবি পুলিশের অহেতুক মাদক, ইয়াবা গাঁজা পাওয়ার নাটকের নামে সাধারন শিক্ষার্থী ও পথচারীদের হয়রানীর নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ আনেন তারা। গতকাল বৃহস্পতিবার (১৩ই জুন) সকাল ১০টায় বরিশাল কোতয়ালী মডেল থানা কমপাউন্ডে ওপেন হাউজ ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কোতয়ালী থানা ইনচার্জ অফিসার (ওসি) নুরুল ইসলাম (পিপিএম) এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মেয়াজ্জেম হোসেন ভূইয়া। এসময় বিশেষ অতিথি আসনে বক্তব্য রাখেন কোতয়ালী সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ রাসেল হাওলাদার ওসি তদন্ত মোঃ আসাদুজ্জামান, প্যানেল মেয়র ৩ আয়শ্ াতৌহিদ লুনা, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর এটিএম শহিদুল্লাহ কবির, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন ভুলু, ২০ নং কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ও কাউন্সিলর খান মোঃ জামাল হোসেন। এসময় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূইয়া ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আসা নগরবাসীকে অবগত করে বলেন, পুলিশ যেকোন মামলা থেকে শুরু করে লাশ উদ্বার সহ মেডিকেলে আনা পর্যন্ত তারা ব্যাংকের মাধ্যমে বিল পেয়ে থাকে সেক্ষেত্রে পুলিশ টাকা দাবী করলে একটাকা দিবেন না। তিনি আরো বলেন,দেশে শুধু পুলিশ একা নয় অনেক সংস্থা এসব দূর্নীতিতে জড়িয়ে পড়ছে এটা আমাদের নিত্ত নৈতিক চরিত্র হয়ে দাড়িয়েছে। অনেক ক্ষেত্রে শোনা যায় কতিপয়মানুষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য স্পিড মানি দিয়ে পুলিশের কাছ থেকে স্বার্থ হাসিল করে থাকেন । শুধু পুলিশ ভাল হলে চলবে না সেই সাথে আপনাদেরকে ভাল হতে হবে। তাই এসব কাজ থেকে নগরবাসীকে দুরে থাকার পাশাপাশি সকল নাগরিককে স্বোচ্চার হওয়ার আহবান জানান তিনি। অন্যদিকে সুর্নিদিষ্ট অভিযোগ ও তদন্ত ছাড়া কাউকে যেন হয়রানী করা না হয় সেজন্য পুলিশ কমিশনারের কাছে ওপেন হাউজে ডে অনুষ্ঠানে আসা নগরবাসীরা দাবী জানান।