2:59 pm , June 13, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ তথ্য কমিশনার সুরাইয়া বেগম (এনডিসি) বলেছেন, তথ্য অধিকার আইন ২০০৯ ও এর অনলাইন ট্র্যাকিং সিস্টেম পুরোপুরি বাস্তবায়ন হলে সরকারী- বেসরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারী সংস্থার কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে অফিস আদালতের দুর্নীতি হ্রাাসসহ সুশাসন প্রতিষ্ঠিত হবে। তিনি আরো বলেন,জনগণ কে তাদের তথ্য প্রাপ্তি থেকে বঞ্চিত করে সু-শাসন নিশ্চিত করা সম্ভব নয়। তাই জনগনের তথ্য প্রাপ্তির অধিকার চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতা ও জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে তথ্য অধিকার আইন ২০০৯ ও এর অনলাইন ট্র্যাকিং সিস্টেম বিষয়ক অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় আরো বক্তৃতা করেন, তথ্য মন্ত্রনালয়ের সাবেক যুগ্ন সচিব আবুল হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম ও মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান খান প্রমূখ। তথ্য কমিশন আয়োজিত দিনব্যাপী এ মতবিনিময় সভায় বিভিন্ন জেলা-উপজেলার সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজি প্রতিনিধি,সংস্কৃতি ও উন্নয়ন কর্মীসহ বরিশালের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।