যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে এসআই এর বিরুদ্ধে মামলা যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে এসআই এর বিরুদ্ধে মামলা - ajkerparibartan.com
যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে এসআই এর বিরুদ্ধে মামলা

3:05 pm , June 12, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে পুলিশের এক এসআই এর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার স্ত্রী তন্বী ইসলাম বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালতের বিচারক মো. আনিসুর রহমান মামলাটি আমলে নিয়ে এসআইকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সমনপ্রাপ্ত জহিরুল ইসলাম বাকেরগঞ্জের জিরাইল গ্রামের বারেক হাওলাদারের ছেলে এবং নারায়নগঞ্জ সদর থানায় এসআই হিসেবে কর্মরত রয়েছে। আদালত সুত্রে জানায়, গত বছরের ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলার মহাবাজ এলাকার শফীর মিয়ার গ্যারেজ এলাকার আবুল কালাম আজাদ খানের মেয়ে তন্নীকে বিয়ে করে জহিরুল। বিয়ের পর থেকে বিভিন্ন সময় ২০ লাখ টাকা যৌতুকের দাবী করে আসে জহিরুল। এতে অপারগতা প্রকাশ করলে নির্যাতন শুরু করে। পরে তন্নী গর্ভবতি হয়ে পড়লে তন্নী বরিশালের ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি হয়। সন্তান ভুমিষ্ঠ হওয়ার পরেও ১৯ ফেব্রুয়ারি হাসপাতালে এসে জহিরুল যৌতুকের ২০ লাখ টাকা দাবী করে। একই সাথে টাকা না দিলে অনত্র বিয়ের হুমকি দেয়। এ ঘটনায় গতকাল মামলা করা হলে বিচারক ওই আদেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT