3:04 pm , June 12, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্কয়ার এবং রেনেটার ঔষধ নিষিদ্ধ করা হয়েছে। রিপ্রেজেন্টেটিভদের ছোরা দিয়ে কুপিয়ে মাটিতে শুইয়ে দেওয়ার নির্দেশ দেওয়া সংক্রান্ত সংবাদে ওই দুই কোম্পানীর দুই কর্মকর্তা সাক্ষাতকার দেওয়ায় তাদের কোম্পানীর ঔষধ অলিখিতভাবে নিষিদ্ধ করার অভিযোগ উঠেছে হাসপাতালের পরিচালক ডা. মো. বাকীর হোসেনের বিরুদ্ধে। গত মঙ্গলবার বিভিন্ন সংবাদপত্রে রিপ্রেজেন্টেটিভদের ছুরি দিয়ে কোপানোর নির্দেশ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর হাসপাতালের পরিচালক বিভিন্ন আন্তঃওয়ার্ড এবং বর্হিবিভাগের দায়িত্বশীল ডাক্তারদের ডেকে স্কয়ার ও রেনেটার ঔষধ ব্যবস্থাপত্রে লিখতে নিষেধ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।
এর আগে গত সোমবার ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভদের হাসপাতাল কম্পাউন্ডে পাওয়া মাত্র ছুরি দিয়ে কুপিয়ে মাটিতে ফেলে দেওয়ার জন্য চতুর্থ শ্রেনীর কর্মচারী মো. মামুনকে নির্দেশ দেওয়ার অভিযোগ ওঠে শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. বাকীর হোসেনের বিরুদ্ধে।