3:02 pm , June 12, 2019
কুয়াকাটা প্রতিবেদক ॥ কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসিরউদ্দীন বিপ্লবের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় আদালতে মামলা হয়েছে। এছাড়াও এ হামলার প্রতিবাদে সভা হয়েছে। গতকাল বুধবার কুয়াকাটা ওই প্রতিবাদ সভা হয়। সভায় হামলার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেছে সাংবাদিকরা। অন্যথায় কঠোর কর্মসুচী দেয়ার হুশিয়ারী উচ্চারন করেছে তারা। কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি এএম মিজানুর রহমান বুলেট’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সিনিয়র সহসভাপতি অনন্ত মুখার্জী, শেখ ইসাহাক আলী, সম্পাদক কাজী সাঈদ, সাকে সম্পাদক আনোয়ার হোসেন আনু, হোসাইন আমীর, জহিরুল ইসলাম মিরন, জাহিদুল ইসলাম বেলাল, জাকির হোসাইন ও সাইদুর রহমান প্রমুখ। সভায় হামলার শিকারসাংবাদিক নাসির উদ্দিন বিপ্লব উপস্থিত ছিলেন। তিনি জানান, সন্ত্রাসী হামলার পর মহিপুর থানায় অভিযোগ দিলে ওসি মামলা নিতে গড়িমসি করেন। পরে কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করা হয়েছে।
এ বিষয়ে ওসি মো. সাইদুল ইসলাম বলেন, সাংবাদিক নাসির উদ্দিন বিপ্লব একটি অভিযোগ দিয়েছেন। সময়ের অভাবে এফআইআর করা হয়নি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।