মুজিববর্ষ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সেমিনার অনুষ্ঠিত মুজিববর্ষ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সেমিনার অনুষ্ঠিত - ajkerparibartan.com
মুজিববর্ষ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সেমিনার অনুষ্ঠিত

3:08 pm , June 11, 2019

শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। সেমিনারে যথাযোগ্য মর্যাদায় মুজিব বর্ষ পালনের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল জেলা প্রশাসন। এ লক্ষ্যে বর্ষব্যাপী সরকারী রকর্মসূচীর পাশাপাশি স্থানীয় ভাবেও পালন করা হবে বিভিন্ন কর্মসূচী। বছরব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন ও তার আদর্শ তরুনদের মাঝে তুলে ধরা হবে। সভায় জেলা প্রশাসক তার বক্তৃতায়  বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০০ তম জন্মদিন উপলক্ষে ২০২০ সালকে সরকার মুজিব বর্ষ ঘোষনা করেছে। এটা আমাদের জাতির জন্য একটি বড় প্রাাপ্তি, তার এই জন্মদিনে বাংলাদেশকে নতুন ভাবে উপস্থাপন করাটাই হবে আমাদের মূল লক্ষ্য। তাই এই মুজিববর্ষ উদযাপনে সকলের সহযোগিতা একান্ত কাম্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রকিব আহামেদ, জেলা আওয়ামিলীগের সিনিয়র সহ সভাপতি  মোঃ হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা এএমজি কবীর বুলুসহ বরিশাল জেলার বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেমিনারে মুজিববর্ষ ২০২০ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মুজিববর্ষ কে ঘিরে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার পাশাপাশি করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT