3:17 pm , June 10, 2019
বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় পৌর ছাত্রদলের সভাপতি ও মাদক ব্যবসায়ী তুহিন মৃধাকে(৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নগরীর জেলখানার মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার এএসআই মো. লিটন হোসেনের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বানারীপাড়া থানার ওসি মো. খলিলুর রহমান জানান, তুহিন মৃধার বিরুদ্ধে একটি মাদক মামলায় ওয়ারেন্ট ছিলো। এছাড়াও তার বিরুদ্ধে থানায় ১০টির অধিক মাদক মামলা রয়েছে। তিনি এর আগে ফেন্সিডিল ও গাঁজাসহ বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন। সাম্প্রতিক সময়ে দেশব্যাপী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করা হলে র্যাব ও পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী তুহিন মৃধা আত্মগোপন করেন।