3:16 pm , June 10, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ যাত্রী ভিড়ে তিল ধারণের ঠাঁই না থাকায় ঈদুল ফিতরের ৬ষ্ঠ দিনেও ঢাকা যেতে পারেনি ৫ শতাধীক যাত্রী। গতকাল সোমবার নৌ-বন্দর থেকে ৫ শতাধিক যাত্রীকে ফিরিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু জানান, সোমবার নৌ-বন্দর থেকে নির্ধারিত সময়ের পূর্বে ২২টি লঞ্চ যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। তিনি বলেন, অন্তত ৫ শতাধিক যাত্রী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারেনি। ৩০/৪০ হাজার যাত্রীদের নিয়ে কোন রকম ঝুকি নেয়নি। তাই তাদের বাড়ীতে ফেরত পাঠানো হয়েছে।
এদিকে যাত্রী বাড়লেও বাড়েনি সেই পরিমানে লঞ্চের সংখ্যা। ফলে লঞ্চের ডেক থেকে শুরু করে কেবিনের বারান্দাও যাত্রীদের ভীর ছিল। লঞ্চ গুলোতে যাত্রী ভিড়ে তিল ধারণের ঠাঁই ছিল না। যাত্রীদের চাপ বাড়ার সাথে সাথে নৌ বন্দরের ভেতরে এবং বাইরে নজিরবিহন নিরাপত্তার ব্যবস্থা ছিল। র্যাব-৮, মেট্রোপলিটন পুলিশ, ডিবি, নৌ পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের সদস্য, মে?রিন ক্যাডেট ও স্কাউট সদস্যরা নদী বন্দরে যাত্রীদের নিরাপত্তা ও সেবায় দায়িত্ব পালন করছেন।