চরফ্যাসনের ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের পুকুর দখলের অভিযোগ চরফ্যাসনের ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের পুকুর দখলের অভিযোগ - ajkerparibartan.com
চরফ্যাসনের ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের পুকুর দখলের অভিযোগ

3:08 pm , June 9, 2019

চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসন উপজেলার দুলারহাট থানা জামে মসজিদের পুকুর ভরাটের করে দখলের চেস্টার ঘটনায় নুরাবাদ ইউপি‘র চেয়ারম্যান ও ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ সৃষ্টি হয়েছে। গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরেজমিন পরিদর্শন করে জানাযায়, দুলারহাট বাজার ব্যবসায়ীদের বক্তব্য মসজিদের পুকুর থাকবে এবং বাজারে অগ্নিকান্ড সংঘটিত হলে আশে-পাশে কোন পানি নেই। এই জন্যেই পুকুরটি প্রয়োজন রয়েছে। মসজিদ কমিটির সভাপতি ও নুরাবাদ ইউপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান দাবী মসজিদের নামাজ পড়া জায়গা সংকট। মসজিদের সামনের পুকুরটি ভরাট করে পজেশন বিক্রি করে মসজিদের আয় করা হবে। ওই অর্থ দিয়ে মসজিদ ফাউন্ডেশন নিয়ে বড় করা হবে। এটি সকল মসজিদ কমিটি ও মুসল্লিদের সিন্ধান্ত। বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, নুরাবাদের ব্যবসায়ী ও মুসল্লিদের প্রয়োজনী এই পুকুরটি। সরকারি খাস খতিয়ানের পুকুর ভরাট করে মসজিদের নামে পজেশন বিক্রি করে নুরাবাদ ইউপির চেয়ারম্যান টাকা পকেটস্থ করার পায়তারা চালাচ্ছেন। দুলারহাট তহসীর অফিসের সহকারী ভূমি কর্মকর্তা নাসির উদ্দিন জানান, চরতোফাজ্জল মৌজার মধ্যে দুলারহাট জামে মসজিদটি এস এ ১৪৪খতিয়ানে। তার মধ্যে ৬৭৪০ দাগে ২ শতক ও ৭৫৫ দাগে পুকুরপাড় ২৫শতক, ৭৫৬ দাগে পুকুর ৩১ শতক। মোট ৫৬ শতক জমি রয়েছে। ১৯৫১সালে ২০ ধারায় এ জমি সরকারের খাস খতিয়ানের অর্ন্তভূক্ত করা হয়েছে।চরফ্যাসন সহকারী কমিশনার ভূমি আশীষ কুমার বলেন, মসজিদের সামনের পুকুরটি সরকারের খাস খতিয়ানে রয়েছে। ভরাটের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। জেলা প্রশাসকের সাথে কথা বলে পরবর্তী সিন্ধান্ত দেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT