কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু - ajkerparibartan.com
কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

3:07 pm , June 9, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়াও কলেজ ছাত্রীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। কলেজ ছাত্রী হলো- সুস্মিতা সরকার (১৮)। নগরীর নবগ্রাম রোড এলাকার বাসিন্দা স্বপন সরকারের মেয়ে এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ এর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) দ্বিতীয় বর্ষের ছাত্রী। আটক স্বামী স্বামী মাইনুল ইসলাম শান্ত নগরীর ধোপা বাড়ীর মোড় এলাকার আলতাফ হোসেনের ছেলে। এইঘটনায় ছাত্রীর বাবা মেয়ের স্বামী ও শাশুরীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এই হামলায় গ্রেফতার দেখিয়ে শান্তকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
কোতয়ালী মডেল থানার এসআই সাইদুল হক জানান, খ্রীষ্টান সম্প্রদায়ের সুস্মিতা ও মুসলিম শান্ত প্রেম করে পারিবারিক অমতে পাঁচমাস পূর্বে বিয়ে করে। স্ত্রীকে নিয়ে নিজ বাসায় থাকতো। তবে ধর্ম নিয়ে উভয়ের মধ্যে প্রায় কলহ হতো। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দাবি করে সুস্মিতা নিয়ে শেবাচিম হাসপাতালে নেয়। খবর পেয়ে হাসপাতালে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য শান্তকে আটক করা হয়েছে। যেহেতু সুস্মিতার মৃত্যু নিয়ে রহস্য রয়েছে। তাই তার মৃতদেহের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসার পর পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এসআই শান্তর বক্তব্য অনুযায়ী জানান, সুস্মিতা পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে। সেই সময় শান্ত বাসায় ছিল না। বাসায় ফিরে কক্ষের দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এর পেছনে অন্য কোন রহস্য নেই বলে শান্ত দাবী করেছে।
কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তার পরেও যেহেতু মেয়ের পরিবার হত্যার অভিযোগ করেছে তাই হত্যা মামলাও নেয়া হয়েছে। মেয়ের বাবার অভিযোগ তার মেয়েকে বিয়ের পর থেকেই স্বামী ও শাশুরী মিলে নির্যাতন করতো। সব শেষে নির্যাতন করেই তাকে হত্যা করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT