3:06 pm , June 9, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে রিক্সা চালক হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। গত ৭ জুন নগরীর আমানতগঞ্জ মুরগীর ফার্ম সংলগ্ন নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’র বাঁশের পাইলিংয়ের উপর থেকে রিক্সা চালক সালামের লাশ উদ্ধার করা হয়। বিভিন্ন ডায়গনষ্টিক সেন্টারে রোগী এনে দেয়ার দালাল হিসেবেও কাজ করতো ছালাম। এ ঘটনায় শনিবার রাতে সালামের স্ত্রী লিপি বেগম বাদী হয়ে মহানগরীর কাউনিয়া থানায় হত্যা মামলা করেছে। ওই রাতে মামলার নামধারী আসামী মেহেদী খান রাব্বীকে (২৫) গ্রেপ্তার করা হয়। সে নগরীর টাউন স্কুল রোডের শাহাজাহান খানের ছেলে। এ বিষয়ে কাউনিয়া থানার ওসি (তদন্ত) গোলাম কবির জানান, রিক্সা চালক সালামের স্ত্রী’র করা মামলায় তিনজন নামধারীসহ অজ্ঞাতনামাদের আসামী করা হয়েছে। নামধারী আসামী রাব্বিকে গ্রেপ্তারের পর র্যাব পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যে সালাম হত্যার রহস্য উদ্ধার হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তথ্য নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ওসি তদন্ত।
উদ্ধারকৃত মৃতদেহ হত্যা নাকি দুর্ঘটনা সেটা এখনো নিশ্চিত নয়। তবে তার শরীরে মারধরের আলামত রয়েছে। মৃত্যুর পূর্বে তাকে মারধর করা হয়েছে। হতে পারে চুরি করতে গিয়ে মারধরের শিকার হয়েছে নয়তো অন্য কোন কারনে। তবে মৃত্যুর সাথে ঘটনার সম্পৃক্ততা রয়েছে। গ্রেপ্তারকৃত রাব্বি র্যাবের কাছে হত্যার দায় স্বীকার করেছে বলে পুলিশকে জানানো হয়েছে।