অর্থনৈতিকভাবে স্বাবলম্বী পাঁচটি দেশের মধ্যে আমাদের দেশ পানি সম্পদ প্রতিমন্ত্রী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী পাঁচটি দেশের মধ্যে আমাদের দেশ পানি সম্পদ প্রতিমন্ত্রী - ajkerparibartan.com
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী পাঁচটি দেশের মধ্যে আমাদের দেশ পানি সম্পদ প্রতিমন্ত্রী

3:08 pm , June 8, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর-৫ আসনের এমপি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, বাংলাদেশ আজ তলা বিহীন ঝুড়ি নয়। আমরা এখন বিশে^র দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছি। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী পাঁচটি দেশের মধ্যে আমাদের দেশও রয়েছে। শুক্রবার ঐতিহাসিক ৭ জুন ৬ দফা দিবস উপলক্ষে নগরীর সদর রোডস্থ শহীদ সোহেল চত্ত্বরে দলীয় কার্যালয়ে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকে গোলাম আব্বাস চৌধুরী দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম আরো বলেন, ১৯৬৫ সালে তৎকালিন পাকিস্তান সরকার নিজেদের দেশকে সুসংগঠিত করার চিন্তা করেছিলো বিধায় আমরা ছিলাম অরক্ষিত। তখনই জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে বাংলার মানুষের মঙ্গলের কথা ভেবে ৬ দফা বাদি ঘোষনা করেছিলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো নিজের বা পরিবারের জন্য ভাবেন না। তিনি দেশের মানুষের শান্তি ও কল্যাণের কথা ভাবেন। আজ দেশে যা কিছু উন্নয়ন এর সব কিছুই তার অবদান। তার দক্ষ নেত্রীত্বের কারনেই বিশে^র দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাড়িয়েছে।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের একটি দল। এ দলে অনুপ্রবেশকারীদের প্রতি সজাগ থাকতে হবে। কেননা মনে রাখতে হবে স্বাধীনতা পাওয়া যতটা সহজ তার থেকে কঠিন স্বাধীনতা রক্ষা করা। তাই দলের নেতা-কর্মীদের সু-সংগঠিত হয়ে ঐক্যব্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আনিসুর রহমান, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, আ’লীগ নেতা এ্যাডভোকেট আনিস উদ্দিন আহমেদ শহীদ, এ্যাডভোকেট মজিবর রহমান, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোক্টে সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু মিলন ভুইয়া প্রমুখ।
এর পর্বে দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ের পাশে রক্ষিণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক শামীম-এমপি, সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল সহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তার সঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT