কীর্তনখোলায় ঝড়ের কবলে পানি সম্পদ প্রতিমন্ত্রী কীর্তনখোলায় ঝড়ের কবলে পানি সম্পদ প্রতিমন্ত্রী - ajkerparibartan.com
কীর্তনখোলায় ঝড়ের কবলে পানি সম্পদ প্রতিমন্ত্রী

2:55 pm , June 2, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বৈরি আবহাওয়ার মধ্যেই নদী ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে ঝড়ের কবলে পড়তে হয়েছে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীমকে। এ সময় সতর্কতা অবলম্বনে তাকে বহনকারী সী-বোর্ট (স্প্রীড বোর্ট) কিছু সময়ের জন্য নদীর তীরে নোঙর করে রাখা হয়। গতকাল রোববার দুপুরের দিকে কীর্তনখোলা নদীতে এই ঘটনা ঘটে। তবে ঝড়ের কিছুক্ষণ পরে মন্ত্রী বৈরি আবহাওয়ার মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে ভাঙন এলাকা ও মানুষের খোঁজ খবর নেন। এসময় তার সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার বেলা ১১টার দিকে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে দুটি সী-বোর্টে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে বের হন। মাঝপথে আকস্মিকভাবে ঝড়-বৃষ্টি শুরু হলে কীর্তনখোলা নদী উত্তাল হয়ে ওঠে। তাই কিছু সময় সী-বোর্ট দুটি দ্রুত নদী তীরে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
কর্মকর্তারা বলেন, ঝড় থেমে গেলে কিছু সময় পরেই পানি সম্পদ প্রতিমন্ত্রী সী-বোর্ট নিয়ে সদর উপজেলার চর কাউয়া ইউনিয়নের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সেখানেও তিনি বৈরি আবহাওয়ার কবলে পড়েন। তখন প্রতিমন্ত্রী বৃষ্টিতে ভিজে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি ভাঙনকুলের মানুষের খোঁজ খবর নেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রতিমন্ত্রী’র এপিএস শফিকুল ইসলাম পিন্টু বলেন, প্রতিমন্ত্রীকে বহনকারী সী-বোর্ড ঝড়ের কবলে পড়েলেও কারোর কোন ক্ষতি হয়নি। পরিদর্শন শেষে দুপুর ১টার দিকে প্রতিমন্ত্রী নদী বন্দরে পৌছালে তাকে গাড়ি যোগে পানি উন্নয়ন বোর্ডের বাংলোতে পৌছে দেয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT